• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অভিনয়ের পাশাপাশি দুর্দান্ত গাইতেও পারেন রচনা, স্টেজে রচনার গান শুনে মুগ্ধ নেটপাড়া, রইল ভিডিও

Published on:

Rachana Banerjee singing in Stage show viral Video

টলিউডের অভিনেত্রী রচনা ব্যানার্জী (Rachana Banerjee) দিদি নং ১ (Didi No 1) এর জেরে আজ প্রতিটা বাঙালির কাছেই পরিচিত। একসময় একের পর এক দুর্দান্ত হিট ছবি দিয়ে মানুষের মন জয় করেছিলেন। এরপর এক দশকের বেশি সময় ধরে দিদি নং ১ এর দৌলতে সকলের অনেকটা কাছে মানুষে পরিণত হয়েছেন অভিনেত্রী। তবে এবার প্রকাশ্যে এল অভিনেত্রীর আরও এক প্রতিভা।

ভালো অভিনয় থেকে সঞ্চালনার পাশাপাশি দুর্দান্ত গানও গাইতে পারেন অভিনেত্রী। অবাক হলেন নাকি? না না অবাক হওয়ার কিছুই নেই, কারণ এটা সম্পূর্ণ সত্যি। আসলে সিনেমা বা টেলিভিশনের তারকাদের প্রতি দর্শকদের একটা বিশেষ আকৰ্ষণ বা ভালোলাগা থাকেই। তাই মাঝে মধ্যেই অনুষ্ঠানে ডাক পাঠানো হয় তারকাদের। মঞ্চে পর্দার তারকারা এসে কিছু পারফর্মেন্স করে দেখান উপস্থিত দর্শকদের।

Rachana Banerjee,Rachana Banerjee Singing,রচনা ব্যানার্জী

সম্প্রতি রচনা ব্যানার্জীর দেখা মিলল এমনি একটি স্টেজ শোতে। যেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন তিনি। টিভির পর্দায় বিকেল ৫টা বাজলেই দিদি নং ১ এর পর্দায় রচনাকে দেখে অভ্যস্ত বাঙালি দর্শকেরা। সেখানে চোখের সামনেই অভিনেত্রীকে দেখে একপ্রকার উচ্ছসিত দর্শকেরা।

Rachana Banerjee,Rachana Banerjee Singing,রচনা ব্যানার্জী

এদিন মঞ্চে দর্শকদের সাথে আলাপচারিতা সেরে গান গেয়েছেন অভিনেত্রী।  ‘সূর্যবংশম’ সিনেমার একটি জনপ্রিয় গান ‘দিল মেরে তু দিওয়ানা হ্যায়’ গেয়ে শুনিয়েছেন রচনা ব্যানার্জী। আর তাঁর গলায় গানটি বেশ মানিয়েও গেছে। রচনার গলায় এমন একখানা সুন্দর গান উপহার পেয়ে দারুন খুশি উপস্থিত দর্শকেরা।

সম্প্রতি স্টেজ পারফর্মেন্সের এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা হলে তা বেশ ভাইরাল হয়ে পড়েছে। প্রিয় অভিনেত্রীর গলায় গান শুনে প্রশংসায় ভড়িয়েছেন দর্শকেরা। অনেকেই দুর্দান্ত গিয়েছেন বলে প্রশংসা করেছেন। আবার অনেকেই গান শুনে একপ্রকার অবাক হয়ে লিখেছেন, অভিনেত্রী যে এতসুন্দর গান গাইতেও পারেন সেটা আশা করিনি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥