বিনোদনভাইরাল

তীব্র গরম থেকে ব্যস্ততাকে টাটা, ‘দিদি নং ১’ ছেড়ে প্রকৃতির কোলে এভারগ্রীন রচনা, রইল ছবি

টলিউডের (Tollywood) প্রথম সারির অভিনেত্রী তথা বাংলার দিদি নাম্বার ওয়ান (Didi No 1) হলেন রচনা ব্যানার্জি (Rachna Banerjee)। একসময় বাংলা সিনেমায় দাপিয়ে অভিনয় করেছেন তিনি, উপহার দিয়েছেন একাধিক সুপারহিট সব বাংলা সিনেমা। গোটা বাংলা জুড়ে রয়েছে অভিনেত্রীর অসংখ্য অনুরাগী।

এখন সিনেমায় অভিনয় না করলেও দিদি নাম্বার ওয়ান সঞ্চালনা করেই  তিনি হয়ে উঠেছেন অসংখ্য মানুষের অনুপ্রেরণা। প্রসঙ্গত রচনা ব্যানার্জীর অনুরাগীদের সংখ্যা শুধুমাত্র বাংলাতেই নয়, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গোটা দেশে। একটা সময় ছিল যখন বলিউডেও ডেবিউ করেছিলেন রচনা।

টলিউড,Tollywood)দিদি নাম্বার ওয়ান,Didi No 1,রচনা ব্যানার্জি,Rachna Banerjee,ছুটি,Vacation,ভাইরাল ছবি,Viral Photo

হিন্দি ছবিতেও তাঁর স্ক্রিন শেয়ার করার অভিজ্ঞতা রয়েছে স্বয়ংবলিউডের বিগ বি অমিতাভ বচ্চনের সাথে। তবে শুধুমাত্র বাংলা কিংবা হিন্দি সিনেমায় নয় রচনা বন্দ্যোপাধ্যায় অভিনয় করেছেন ওড়িয়া এবং দক্ষিণী ইন্ডাস্ট্রির সিনেমাতেও।

টলিউড,Tollywood)দিদি নাম্বার ওয়ান,Didi No 1,রচনা ব্যানার্জি,Rachna Banerjee,ছুটি,Vacation,ভাইরাল ছবি,Viral Photo

তবে শুধু অভিনয় কিংবা সঞ্চালনা নয় এসবের বাইরেও পেশাদার জীবন ছড়াও ব্যক্তিগত জীবনটাও কিন্তু নিজের শর্তে বাঁচেন অভিনেত্রী। তাই ব্যস্ততার মাঝেও নিজেকে সময় দিতে ভোলেন না রচনা। তাই দিদি নাম্বার ওয়ানের শুটিংয়ে বছরভার তিনি যতই ব্যস্ত থাকুন না কেন ছুটি পেলেই মাঝেমধ্যেই ঘুরে আসেন নিজের পছন্দের জায়গা থেকে।
টলিউড,Tollywood)দিদি নাম্বার ওয়ান,Didi No 1,রচনা ব্যানার্জি,Rachna Banerjee,ছুটি,Vacation,ভাইরাল ছবি,Viral Photo
প্রকৃতিকে কাছ থেকে দেখার প্রতিটা মুহূর্ত তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন নায়িকা। বিদেশ ভ্রমণেও বেশ পটু নায়িকা। ইতিমধ্যেই ঘুরে এসেছেন রাশিয়া, ইউরোপ, কিংবা মরু শহর দুবাইয়ের মতো জায়গা থেকে। তবে  এবার বিদেশ নয় নিজের দেশের মাটিতেই প্রকৃতির কোলে নিজেকে একেবারে সঁপে দিয়েছেন অভিনেত্রী।

ব্যস্ত সিডিউলের ফাঁকে ছুটি মিলতেই বন্ধুবান্ধবদের সাথে পাহাড়ি আনন্দ উপভোগ করছেন অভিনেত্রী। এই মুহূর্তে রচনা ব্যানার্জীর ইনস্টাগ্রাম প্রোফাইলে চোখ রাখলেই দেখা যাবে বন্ধুবান্ধবদের সাথে পাহাড়ি এলাকায় ছুটি কাটানোর একগুচ্ছ ছবি শেয়ার করেছেন তিনি। যেখানে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন ‘আমার গ্যাংয়ের সঙ্গে উত্তরাখণ্ড ভ্রমণে, ভ্যাকেশন মুড অন’। বেশিরভাগ ছবিতেই অতি সাধারণ জিন্স স্টপে ধরা দিয়েছেন রচনা। কাজের ব্যস্ততার ফাঁকেও অভিনেত্রীকে এইভাবে ছুটি কাটাতে দেখে বেজায় খুশি হয়েছেন তাঁর অনুরাগীরা।

Back to top button