• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সত্যিই ‘মন দিতে চাই’ চলছে সিরিয়ালে! শ্রীতমা-ঋত্বিকের প্রেমের হাটে হাঁড়ি ভাঙলেন রচনা

Published on:

Rachana Banerjee reveal Mon Dite Chai Serial Writhik Mukherjee Shritama Mitra Secret Relationship on Didi No 1
বিনোদন জগতে একসাথে অভিনয় করতে গিয়ে তারকাদের সম্পর্কে জড়ানোর বিষয়টি নতুন নয় একেবারেই।  একই সিরিয়ালে অভিনয়ের সুবাদে তারকাদের এই বন্ধুত্ব পরবর্তীতে গড়িয়েছে প্রেমের সম্পর্কে। তবে শুধু যে নায়ক নায়িকাদের মধ্যেই প্রেম (Serial Actors love Story) হবে এমনটা কিন্তু সব সময় নাও হতে পারে।
অনেকসময় দেখা যায় সহ অভিনেতাদের সাথেও সম্পর্কে জড়ান নায়ক নায়িকারা। বর্তমানে বাংলা ইন্ডাস্ট্রিতে এমন উদাহরণ দিতে গেলে সবার প্রথমেই যাঁদের নাম আসে তারা হলেন মিঠাই সিরিয়ালের আদৃত রায় এবং কৌশাম্বী চক্রবর্তী। সিরিয়ালে ভাই বোনের চরিত্রে অভিনয় করলেও  বাস্তবে তাদের অফ স্কিন সম্পর্কটা কিন্তু একেবারে আলাদা।
বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,মন দিতে চাই,Mon Dite Chai,দিদি নাম্বার ওয়ান,Didi No 1,রচনা ব্যানার্জী,Rachna Banerjee,শ্রীতমা মিত্র,Shritama Mitra,ঋত্বিক মুখার্জী,Writwik Mukherjee
সম্প্রতি টেলিপাড়ায় উঠে আসছে আরও এক জনপ্রিয় জুটির সম্পর্কে থাকার কথা। বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে, ‘মন দিতে চাই’ (Mon Dite Chai) সিরিয়ালের নায়ক সোমরাজ অভিনেতা ঋত্বিক মুখার্জী (Writwik Mukherjee) বর্তমানে প্রেম করছেন দোয়েল অভিনেত্রী শ্রীতমা মিত্রের (Shritama Mitra) সাথে।
এবার এই জুটিই আসতে চলেছেন জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় রিয়েলিটি শো ‘দিদি নাম্বার ওয়ান’ (Didi No 1)-এর মঞ্চে। সেখানেই বাকিদের মতো ঋত্বিক-শ্রীতমারও সিক্রেট ফাঁস করবেন খোদ সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায় (Rachna Banerjee)। এই রিয়ালিটি শোটি  যারা নিয়মিত দেখেন তারা জানেন সম্প্রতি এই শোতে  প্রিয় সেলিব্রিটিদের সাথে সাধারণ মানুষদের কথা বলার জন্য থাকছে এক বিশেষ সুযোগ।

সেখানেই এদিন এক অনুরাগী ঋত্বিক-শ্রীতমার উদ্দেশ্যে প্রশ্ন করেন ‘শ্রীতমাদি ঋত্বিকদা তোমার নাকি স্পেশাল ফ্রেন্ড? এটা কি সত্যি? একথা  শুনে সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায় বলে ওঠেন ‘একটা জিনিস বুঝে গিয়েছি, মন দিতে চাইতে মন দেওয়া নেওয়া চলছে’। রচনার এই রসিকতায় লজ্জায় লাল হয়ে যান ঋত্বিক-শ্রীতমা।

আর হাসিতে ফেটে পড়েন মঞ্চে উপস্থিত অন্যান্য সকল তারকারা। আজ অর্থাৎ রবিবার জি বাংলার পর্দায় সানডে ধামাকা স্পেশাল পর্বে সেলিব্রিটিদের নিয়ে এই বিশেষ পর্ব দেখানো হবে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥