রচনা ব্যানার্জী (Rachana Banerjee), নামটা বাড়ির খুদে সদস্যরাও চেনে। কারণ প্রতিদিন বিকেল ৫টা বাজলেই যে ‘দিদি নং ১’ (Didi No 1) শুরু হয়ে যায় টেলিভিশনের পর্দায়। একসময় অভিনেত্রী হিসাবে টেলিভিশনের পর্দায় দাপিয়ে অভিনয় করেছিলেন। তবে বর্তমানে সঞ্চালিকা হিসাবে দিদি নং ১ এ একেবারে সুপারহিট। অবশ্য সফল অভিনেত্রী হওয়ার পাশাপাশি এক সন্তানের মা রচনা ব্যানার্জী।
খুব কমই এমনি অভিনেত্রী রয়েছেন যারা দর্শকদের ঘরের মানুষ পরিণত হয়ে যান। রচনা ব্যানার্জী তাদের মধ্যে একজন। সেই কারণেই তো রচনাকে না দেখা গেলেই প্রতিবাদ করে উঠেন দর্শকেরা। তবে এতো ব্যস্ততার মাঝেও ছেলে প্রনীলের জন্য কিন্তু ঠিকই সময় বের করে নেন অভিনেত্রী। যাকে বলে মা হিসাবেও ১০০ এ ১০০।
বছরের শেষের দিকে বা নতুন বছরে কম বেশি সকলেই ঘুরতে যান। দূরে কোথাও না গেলেও অন্তত পিকনিক তো মাস্ট। টেলি সেলিব্রিটিদের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয় না। এমনিতেই ঘুরতে যেতে ভালোবাসেন অভিনেত্রী, সুযোগ পেলেই বেরিয়ে পড়েন। সম্প্রতি পিকনিকে গিয়েছিলেন রচনা ব্যানার্জী, চেনা কিছু বন্ধুসহ ছেলে ও কচিকাঁচাদের নিয়ে। এরপর নিজেই বেশ কিছু ছবি শেয়ার করে নিয়েছেন নেটিজেনদের সাথে।
View this post on Instagram
যেমনটা জানা যাচ্ছে টাকিতে পিকনিকের উদ্দেশ্যে গিয়েছিলেন সকলে। ছবিতে দেখা যাচ্ছে, সাথেই রয়েছে ছেলে রৌণক। সাথে রয়েছে আরও বেশ কিছু বাচ্চারা। সবাই মিলে জমজমাট মজা আর জমিয়ে খাওয়া দাওয়া হয়েছে। এদিন খাবারের মেনুতে ছিল কচুরি থেকে মটন এর মত লোভনীয় সব খাবার। খাওয়া দাওয়া থেকে মজার বেশ কিছু ছবি দেখা গিয়েছে ইনস্টাগ্রামে।
প্রসঙ্গত, শুরুতে ওড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেছিলেন রচনা। অভিনেত্রীর আসল নাম ঝুমঝুম ব্যানার্জী। তবে বাংলা সিনেমার জগতে আসার আগে পরিচালক সুখেন দাস তাঁর নাম পাল্টে রচনা করে দেন। সেই থেকে টলিউডের অভিনেত্রী হিসাবে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। তবে বর্তমানে ছবিতে একেবারেই কাজ করেন না তিনি। দিদি নং ১ এর সঞ্চালনা আর নিজস্ব শাড়ির ব্যবসা নিয়েই দিব্যি রয়েছেন তিনি।