টলিউডের (Tollywood) নামী অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ের (Rachana Banerjee) পরিচিতি এখন ‘দিদি নম্বর ১’ (Didi No 1) হিসেবেই বেশি। জি বাংলার এই জনপ্রিয় রিয়্যালিটি শো সঞ্চালনা করে ব্যাপক সাফল্য পেয়েছেন তিনি, পৌঁছে গিয়েছেন বাংলার ঘরে ঘরে। রোজ বিকেলে রচনাকে এক ঝলক দেখবেন বলেই টিভির সামনে বসে পড়েন আট থেকে আশি প্রত্যেকে। এবার সেই অভিনেত্রীকেই মেক আপ (Make up) ছাড়া দেখে কটাক্ষের (Troll) ঝড় উঠেছে নেটপাড়ায়।
রচনা এমন একজন অভিনেত্রী যাকে দেখে বয়স বোঝা দায়। দিন দিন যেন বয়স কমছে তাঁর। ‘দিদি নম্বর ১’কে অনেকেই ‘চিরকুমারী’ বলে থাকেন। তবে এবার সেই অভিনেত্রীকেই বিনা মেক আপে দেখে ‘বুড়ি’ বলে কটাক্ষ করেছে নেটিজেনদের একাংশ। কারোর আবার মত, মেক আপ ছাড়া নাকি তাঁকে চেনাই যায় না!
রচনা এমন একজন মানুষ যিনি ঘুরতে খুব ভালোবাসেন। একটু ছুটি পেলেই ছেলে এবং বন্ধুবান্ধবদের নিয়ে ঘুরতে চলে যান তিনি। সম্প্রতি যেমন গ্রীষ্মের ছুটি কাটাতে ইউরোপ (Europe) চলে গিয়েছেন টলি সুন্দরী। সেখান থেকে একগুচ্ছ ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন নায়িকা। সেই ছবিতে মেক আপ ছাড়াই দেখা যাচ্ছে টলি ডিভাকে।
রচনার শেয়ার করা সকল পোস্টের মধ্যে একটি ছবি আলাদা করে নজর কেড়েছে নেটিজেনদের। বিমানবন্দরে দাঁড়িয়ে সেই ছবিটি তুলেছেন তিনি। আর তা দেখেই, ধেয়ে আসছে একের পর এক নেতিবাচক মন্তব্য। ‘দিদি নম্বর ১’ সঞ্চালিকাকে ‘বুড়ি’ বলে কটাক্ষ করতেও ছাড়েননি তাঁরা।
একজন নেটিজেন যেমন রচনাকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘আপনি তো বুড়ি হয়ে গিয়েছেন!’ কারোর আবার মত, ‘মেক আপ ছাড়া আপনাকে দেখলে তো আমি চিনতেই পারবো না’। সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের শিকার হলেও রচনা পাল্টা কোনও জবাব দেননি। ছেলে রৌনক এবং বন্ধুবান্ধবদের নিয়ে ছুটি কাটাতেই আপাতত তিনি ব্যস্ত।
ইউরোপ ঘুরতে যাওয়ার আগে বাড়িতেই পড়ে গিয়েছিলেন রচনা। পায়ে গুরুতর চোট পেয়েছেন ‘দিদি নম্বর ১’ সঞ্চালিকা। তিনি জানিয়েছিলেন, সেই সময়ছেলে রৌনক তাঁর প্রচুর খেয়াল রেখেছে। ক্যামেরার সামনেই হাসিমুখে সেকথা স্বীকার করে নিয়েছিলেন অভিনেত্রী।