টলিউডের (Tollywood) জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জী (Rachana Banerjee)। অভিনেত্রীর পরিবারে দুঃসংবাদ, প্রয়াত অভিনেত্রীর বাবা রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় (Rabindranathj Banerjee)। গতকাল অর্থাৎ সোমবারই প্রয়াত হয়েছেন অভিনেত্রীর বাবা। দীর্ঘদিন ধারে শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। শেষে বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। যেমনটা জানা যাচ্ছে মৃত্যুকালীন তার বয়স হয়েছিল ৮৪ বছর।
দীর্ঘদিন ধরেই হৃদরোগের সমস্যায় (Heart Problem) ভুগছিলেন অভিনেত্রীর বাবা। তবে গত রবিবারে রাতের দিকে সমস্যা বাড়াবাড়ি পর্যায় পৌঁছায়। এরপর চিকিৎসা শুরু হলে কিছুটা উন্নতি হয়েছিল, কিন্তু সেটাই যে এমন দুঃখ দায়ক একটা পরিস্থিতিতে পরিণত হবে সেটা কল্পনাও করতে পারেননি রচনা ব্যানার্জী। জানা যাচ্ছে হার অ্যাটাকের কারণেই প্রয়াত হয়েছেন অভিনেত্রীর বাবা।
অভিনেত্রী হিসাবে জনপ্রিয়তা বেশ রয়েছে রচনা ব্যানার্জী। নিজের জীবনে এগিয়ে চলার শিক্ষা তিনি পেয়েছিলেন বাবার কাছ থেকেই। অবিভাবক তো ছিলেনই তবে বাবা হবার পাশাপাশি ছিলেন খুব ভালো বন্ধু। বাবাকে হারিয়ে শোকাহত অভিনেত্রী, ভেঙে পড়েছেন স্বাভাবিকভাবেই। জানা গিয়েছে সোমবারেই বাবার শেষকৃত্য় সম্পন্ন করেছেন অভিনেত্রী।
প্রসঙ্গত, একসময় টলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে অন্যতম ছিলেন রচনা ব্যানার্জী। প্রসেনজিৎ, চিরঞ্জিত থেকে সমকালীন বড় বড় অভিনেতাদের সাথে স্ক্রিন শেয়ার করেছেন রচনা ব্যানার্জী। তবে বর্তমানে সেভাবে তাকে আর দেখতে পাওয়া যায় না রূপালী পর্দায়। বরং দিদি নং ১ টেলিভিশন শো এর দৌলতে এক দশকেরও বেশি সময় ধরে দর্শকদের কাছে বেশ জনপ্রিয় অভিনেত্রী। প্রতিদিন বিকেল ৫টা বাজলেই প্রিয় অভিনেত্রীকে দেখতে দর্শকেরা ভিড় জমান টিভির সামনে।
দিদি নং ১ এর মঞ্চে বহু মানুষের সাথে পরিচয় করিয়ে তাদের সুখ দুঃখের কথা শেয়ার করেন অভিনেত্রী। তাদের জীবনের সংগ্রামের কথা তুলে ধরেন সকলের সামনে। হাসি কান্নায় মেশানো এই রিয়্যালিটি শো এক দশকেরও বেশি পুরোনো তবে বিন্দুমাত্র কমেনি শো এর জনপ্রিয়তা। এমনকি তাদের থেকে অনুপ্রাণিত হয়ে নিজের শাড়ির ব্যবসাও শুরু করেছেন অভিনেত্রী।