টলিউডের (Tollywood) অভিনেত্রী রচনা ব্যানার্জী (Rachana Bannerjee) বাঙালি দর্শকদের কাছে বেশ জনপ্রিয়। বিগত এক দশকের বেশি সময় ধরে জনপ্রিয় রিয়ালিটি শো ‘দিদি নং ১’ এর জেরে বাংলার ঘরে ঘরে পৌঁছে গেছেন অভিনেত্রী। কিছুদিন আগেই ৪৬ বছর বয়সে পা দিয়েছেন অভিনেত্রী। তবে তাকে দেখে সেটা বোঝা ডে। বয়স বাড়লেও গ্ল্যামারে একটুও ভাটা পড়েনি অভিনেত্রীর।
সোশ্যাল লাইফে বেশ সক্রিয় অভিনেত্রী। সোশ্যাল মিডিয়াতে নিজের অনুগামীদের প্রতিনিয়ত নতুন নতুন ছবি আর ভিডিও দিয়ে মাতিয়ে রাখেন অভিনেত্রী। কখনো ওয়ান পিস্ গাউনে লালপরী রূপে এসে হাজির হন তো আবার কখনো চামেলী সাজে তুমুল নেচে কাঁপিয়ে দেন নেটপাড়া। বলতে গেল রচনা ব্যানার্জীর ক্রেজ এখনো রয়েছে সেই আগের মতোই।
সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে অভিনেত্রী একটি দুর্দান্ত নাচের ভিডিও রিল শেয়ার করেছেন। ভিডিওতে গঙ্গার ওপর একটি বোটের মধ্যে সেক্সি লুকে দেখা যাচ্ছে অভিনেত্রী রচনা ব্যানার্জীকে। সাদা রঙের টাইট জিন্স আর হালকা রঙের ক্রপ টপ পরে আছেন অভিনেত্রীকে। ক্রপ টপ আর টাইট জিন্সের মাঝে উন্মুক্ত রয়েছে নাভি। এই ভাবেই ইংলিশ গানে তুমুল নাচে মেতে উঠেছেন অভিনেত্রী। শুধুই নয় নাচ! নাচের সাথে দুর্দান্ত কোমর দোলানোর স্টাইল নজর করতে বাধ্য। ভিডিও শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, ‘ শুক্রবারের স্বাধীনতা’।
ভিডিওটি শেয়ার কোয়ার মাত্রই তাতে অনুগামীদের ভিড় উপচে পড়েছে। ইতিমধ্যেই ভিডিওতে ২২ হাজারেরও বেশি ভিউ হয়ে গিয়েছে। নেটিজেনদের অনেকেই অভিনেত্রীর এই নাচ পছন্দ করেছেন। ভিডিওর কমেন্ট সেকশন ভোরে গিয়েছে লাভ ইমোজিতে।
View this post on Instagram