খবরবিনোদন

সঞ্চালনার পাশাপাশি রমরমিয়ে চলছে শাড়ির ব্যবসা, কলকাতা ছেড়ে শাড়ি বেচতে দুবাই পাড়ি দিলেন রচনা

টলিউড (Tollywood) তথা বিনোদন জগতের জনপ্রিয় নায়িকা রচনা ব্যানার্জী (Rachana Banerjee)। একসময় ওড়িয়া ইন্ডাস্ট্রি দিয়ে শুরু করলেও বাংলা সিনেমায় চুটিয়ে অভিনয় করেছেন অভিনেত্রী। এমনকি বলিউডেও বিগ বি অমিতাভ বচ্চনের সাথে কাজ করেছেন। তবে এখনও প্রতিদিন বিকেল হলেই দেখা মেলে রচনার, নেপথ্যে সকলের প্রিয় রিয়্যালিটি শো ‘দিদি নং ১’ (Didi No 1)।

দীর্ঘ ১০ বছরেরও বেশি সময় ধরে দিদি নং ১ এর সঞ্চালিকা হিসাবে রচনাকে দেখা যাচ্ছে। মাঝে বদল হয়েছিলেন ঠিকই, তবে দর্শকদের চাহিদায় স্বমহিমায় ফিরেছেন তিনি। বর্তমানে সিনেমাতে অভিনয় করতে একেবারেই দেখা যায় না তাঁকে। তবে সঞ্চালনার পাশাপাশি গতবছর থেকেই নিজের নতুন একটা পরিচিতি গড়েছেন অভিনেত্রী।

Rachana Banerjee 'Rachana's Creation' Saree Business Exibition

হ্যাঁ ঠিকই ধরেছেন, ‘রচনাস ক্রিয়েশন’ (Rachana’s Creation) এর কথাই বলছি। নিজস্ব শাড়ির ব্যবসা খুলেছেন রচনা ব্যানার্জী। মূলত সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই লাইভ ভিডিও ও অনলাইন অর্ডারের মাধ্যমে চলে এই ব্যবসা। শাড়ির ব্যবসা বেশ ভালোই চলছে অভিনেত্রী। সম্প্রতি ব্যবসার দৌলতে কলকাতা ছেড়ে সুদূর দুবাইতে পাড়ি দিয়েছেন রচনা।

Rachana Banerjee in Dubai for Saaree Exibition

কি ভাবছেন, শাড়ি বিক্রির টাকায় দুবাই ভ্রমণ? ব্যাপারটা পুরোটা না হলেও খানিকটা সেরকমই! এমনিতেই অভিনেত্রী হওয়ার সুবাদে রচনা ব্যানার্জীর জনপ্রিয়তা কম নেই। তবে তাঁর শাড়ির জনপ্রিয়তা এবার দেশের গন্ডি ছাড়িয়ে বিদেশেও পৌঁছে গিয়েছে। সেই কারণেই নিজের রচনাস ক্রিয়েশনের শাড়ির ভান্ডার নিয়ে এবার দুবাইতে চলে গিয়েছেন তিনি। এতে ব্যবসার সাথে ছুটি কাটানোও হয়ে যাচ্ছে।

এমনিতেই সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয় অভিনেত্রী। তার ওপর শাড়ির ব্যবসার জেরে আরও বেড়েছে অনলাইন আনাগোনা। এবার দুবাই গিয়ে ঘোরার মাঝে বেশ কিছু ছবি শেয়ার করে নিলেন ভক্তদের সাথে। ছবিতে বুর্জ খলিফার নিচে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। এছাড়াও অ্যাকোয়ারিয়াম থেকে রাতের দুবাইয়ের সৌন্দর্য শেয়ার করে নিয়েছেন সকলের সাথে।

অবশ্য ঘোরার ছবির পাশাপাশি নিজের ক্রেতাদের সাথেও একঝাঁক ছবি তুলে শেয়ার করেছেন রচনা। ছবি দেখলেই বোঝা যায় দুবাইতে তাঁর শাড়ির চাহিদা কিন্তু বেশ ভালো। ইনস্টাগ্রামের এই ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়ে পড়েছে। অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়েছেন অনেকেই কমেন্ট বক্সে।

Back to top button