বাড়ি থেকে বিপুল পরিমাণ ওয়াইন, মাদক আইস, এলএসডি ও মাদক সেবনের সরঞ্জাম রাখার অভিযোগে আটক করা হল ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী পরিমণিকে (Porimoni)। বুধবার একেবারে নাটকীয়ভাবে টানটান উত্তেজনার মধ্যেই বাংলাদেশের এই অভিনেত্রীকে আটক করে ব়্যাব অর্থাৎ ব়্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (RAB)।
জাগা গেছে এদিন বেলা সাড়ে তিনটে নাগাদ পরীমনির বাড়ির বাইরে অবস্থান নেয় র্যাবের একটি দল। সেসময় তড়িঘড়ি ফেসবুক লাইভে আসেন অভিনেত্রী । তাঁর অভিযোগ ‘বিভিন্ন পোশাকে’ কিছু লোক এসে তাঁকে তুলে নিয়ে যেতে চাইছে। এরপর তিনি আইনশৃঙ্খলা বাহিনীর সাথেও কথা বলতে শুরু করেন। প্রায় ১ ঘন্টার চেষ্টায় তাঁকে বোঝানো সম্ভব হয় তাঁরা ব়্যাব, এবং সবরকম অনুমতি নিয়েই তারা এই অভিযানে নেমেছেন।
ফেসবুক লাইভে (Facebook Live) পরবর্তীতে নিজের অসহায়তার কথা জানিয়ে একপ্রকার বাধ্য হয়েই দরজা খোলেন তিনি। পরিমণির আটক হওয়ার করে নিশ্চিত করেছেন র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল কে এম আজাদ। এদিন তাঁকে বাড়িতেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
অন্যদিকে ব়্যাবের পক্ষ থেকে সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে অভিনেত্রীর বাড়িতে অভিযান চালানো হলেও নায়িকার বিরুদ্ধে ঠিক কি কি অভিযোগ রয়েছে তা স্পষ্ট করে বলা হয়নি। অভিনেত্রীর বাড়ি থেকে বিপুল পরিমাণে মদ এবং মাদক উদ্ধার হওয়ায় তাঁকে আটক করে ব়্যাবের সদর দফতরে নিয়ে যাওয়া হয়।
উল্লেখ্য, বিগত কয়েক মাস কয়েক ধরেই শিরোনামে রয়েছেন বাংলাদেশের এই অভিনেত্রী।চলতি বছরের জুন মাসেই তিনি অভিযোগ করেন ঢাকার সাভারের বোটক্লাবে তাঁকে ধর্ষণ ও খুনের চেষ্টা করেছেন নাসির উদ্দিন নামে এক ব্যবসায়ী। ,ওই ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছিল পুলিশ, পরে তাঁরা জামিনে মুক্তি পায়।