• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিশ্বের দরবারে উজ্জ্বল করবে ভারতের নাম, খেলো ইন্ডিয়াতে ৭টি পদক জিতল আর মাধবনপুত্র বেদান্ত

Published on:

R Madhavan son Vedaant Madhavan won 7 medals in Khelo India

বলিউডের (Bollywood) সেরা অভিনেতাদের মধ্যে অবশ্যই স্থান করে নেবেন আর মাধবন (R Madhavan)। নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে বারবার দর্শকদের মন জয় করেছেন তিনি। মাধবনের অভিনয় দেখে গর্বে বুক ফুলে গিয়েছে তাঁর আপনজনদের। তবে এবার গর্বে বুক ফুলে গেল অভিনেতার নিজের। না, নিজের জন্য নয়, বরং ছেলে বেদান্তের (Vedant Madhavan) কীর্তিতে গর্বে মাথা উঁচু হয়ে গেল তাঁর।

অনেকেই হয়তো জানেন, মাধবনের ছেলে (R Madhavan son) বাবার দেখানো পথে হেঁটে অভিনয় দুনিয়ায় পা রাখেননি। বরং সাঁতারু হিসেবে নাম করেছে সে। ইতিমধ্যেই একাধিক নামী টুর্নামেন্টে পদক জিতে দেশের নাম উজ্জ্বল করেছেন বেদান্ত। সম্প্রতি ফের একবার সেই কাণ্ডই করে দেখালেন তিনি। স্বাভাবিকভাবে ছেলের এই কীর্তিতে বেজায় খুশি হয়েছে ‘৩ ইডিয়টস’এর ফারহান।

R Madhavan son, Vedant Madhavan

সম্প্রতি খেলো ইন্ডিয়া ইউথ গেমস ২০২২ মধ্যপ্রদেশে ৫টি সোনা এবং ২টি রূপো জিতেছেন মাধবনের ছেলে। যেখানে একটি পদক জেতাই অনেক সম্মানের সেখানে এতগুলি পদক জিতে সকলকে চমকে দিয়েছেন বেদান্ত। টুইট করে ছেলের এই কীর্তির কথা অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেতা।

R Madhavan son, Vedant Madhavan

মাধবন ছেলের ছবি শেয়ার করে টুইটারে লিখেছেন, ‘ঈশ্বরের আশীর্বাদে ১০০, ২০০ এবং ১৫০০ মিটারে সোনা এবং ৪০০ ও ৮০০ মিটারে রূপো জিতেছে বেদান্ত’। অভিনেতার শেয়ার করা কোনও ছবিতে দেখা যাচ্ছে, পদক হাতে দাঁড়িয়ে রয়েছেন বেদান্ত। আবার কোথাও দেখা যাচ্ছে পদক পরে রয়েছেন তিনি।


বেদান্তের অনন্য কীর্তির কথা জানতে পারার পর নেটিজেনরা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন মাধবনকে। পাশাপাশি শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতার পুত্রকেও। সেই সঙ্গেই বিনোদন ইন্ডাস্ট্রির একাধিক তারকাও অভিনন্দন জানিয়েছেন মাধবন এবং তাঁর ছেলেকে।

উল্লেখ্য, গত কয়েক বছরে একাধিকবার বিশ্বমঞ্চে ভারতের নাম উজ্জ্বল করেছেন মাধবনের ছেলে। এর আগে দানিশ ওপেন সুইমিং ইভেন্টে পুরুষদের ৮০০ মিটার ফ্রিস্টাইল বিভাগে সোনা জিতেছিলেন বেদান্ত। একই প্রতিযোগিতায় ১৫০০ মিটার ফ্রিস্টাইল সুইমিং ইভেন্টে রূপো জিতেছিলেন তিনি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥