• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দুর্দান্ত অভিনয়! হৃত্বিক সাইফের ‘Vikram Vedha’ ট্রেলার দেখে শুভেচ্ছা জানালেন আর মাধবন

Published on:

R Madhavan comments after watching Hrithik Roshan Saif Ali Khan vikram vedha Trailer

ঋত্বিক রোশন (Hrithik Roshan), সইফ আলি খান (Saif Ali Khan) অভিনীত ‘বিক্রম বেধা’ (Vikram Vedha) ছবির ট্রেলার মুক্তি পেয়েছে বেশ কয়েক দিন হল। দর্শকদের দারুণ লেগেছে সেই ছবির ট্রেলার। প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তাঁরা। তবে ‘বিক্রম বেধা’ হিন্দি রিমেক দেখে কেমন লাগল আসল ‘বিক্রম’ আর মাধবনের (R Madhavan)? সম্প্রতি এই বিষয় নিয়ে মুখ খুলেছেন অভিনেতা নিজে।

২০১৭ সালে মুক্তি পেয়েছিল সাউথের ‘বিক্রম বেধা’। সেই ছবিরও পরিচালনার দায়িত্বে ছিলেন পুষ্কর এবং গায়ত্রী। বক্স অফিসে ঝড় তুলেছিল সেই সিনেমা। সাউথের ‘বিক্রম বেধা’য় বিক্রমের চরিত্রে অভিনয় করেছিলেন আর মাধবন। অপরদিকে বেধার চরিত্রে দেখা গিয়েছিল সাউথ সুপারস্টার বিজয় সেতুপতিকে।

Vikram Vedha

সাউথের সেই ব্লকবাস্টার সিনেমার হিন্দি রিমেকেই অভিনয় করছেন ঋত্বিক এবং সইফ। দর্শকদের ছবির ট্রেলার দেখে ভালোলাগলেও, আসল ‘বিক্রম’এর কেমন লেগেছে তা জানার জন্য মুখিয়ে ছিলেন সকলে। অবশেষে সেই নিয়ে মুখ খুললেন ম্যাডি নিজেই। প্রকাশ্যেই জানিয়ে দিলেন, দারুণ টুকেছেন ঋত্বিকরা!

Vikram Vedha

হিন্দি ‘বিক্রম বেধা’র দু’টি পোস্টার শেয়ার করে মাধবন টুইটারে লিখেছেন, ‘দারুণ ট্রেলার গাইস। ডায়নামিক এবং অনেক বড়। থিয়েটারে বসে দেখার জন্য আর অপেক্ষা করতে পারছি না। অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আগামী ৩০ সেপ্টেম্বর ২০২২ সারা বিশ্ব জুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই সিনেমা’।

মাধবন অবশ্য এই প্রথম নয়, এর আগেও ‘বিক্রম বেধা’ হিন্দি রিমেক প্রসঙ্গে মুখ খুলেছিলেন অভিনেতা। ‘রকেট্রিঃ দ্য নাম্বি এফেক্ট’ ছবির প্রচারের সময় ম্যাডি বলেছিলেন, ‘আমি খুব জটিল উত্তর দেব না। ঋত্বিক রোশনকে দারুণ দেখতে। তবে আমি সইফের পারফরম্যান্স দেখার জন্য মুখিয়ে রয়েছি। কারণ ও আমার চরিত্রে অভিনয় করছে। আমি জানতে চাই ও আমায় ছাপিয়ে যেতে পারে কিনা এবং চরিত্রটিকে আরও বিশ্বাসযোগ্য করে তুলতে পারেন কিনা। আমার মনে হচ্ছে ও পারবে’।

বিক্রম এবং বেতাল গল্পের অনুপ্রেরণায় তৈরি হয়েছিল সাউথের ‘বিক্রম বেধা’ সিনেমা। এবার সেই ছবির ওপর ভিত্তি করে তৈরি হয়েছে ‘বিক্রম বেধা’ হিন্দি রিমেক। পরিচালনায় রয়েছেন পুষ্কর এবং গায়ত্রীই। ঋত্বিক এবং সইফ অভিনীত এই ছবি আগামী ৩০ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥