• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পঞ্জিকা দেখে মহাকাশে মঙ্গলযান পাঠিয়েছে ইসরো! বেফাঁস মন্তব্যের জেরে ট্রোল, মুখ খুললেন মাধবন

Updated on:

R Madhavan ISRO Controversy

আর মাধবন (R Madhavan) পরিচালিত ‘রকেট্রিঃ দ্য নাম্বি এফেক্ট’ ছবিটি মুক্তি পেতে বেশিদিন বাকি নেই। এই ছবির মাধ্যমেই পরিচালক হিসেবে ডেবিউ হয়েছে অভিনেতার। এই মুহূর্তে জোরকদমে ছবির প্রচার চালাচ্ছেন তিনি। তবে এসবের মাঝেই অভিনেতা-পরিচালকের এক বেফাঁস মন্তব্যের জেরে হাসির রোল উঠেছিল নেটপাড়ায়। যা নিয়ে অবশেষে মুখ খুললেন তিনি নিজে।

সম্প্রতি ‘রকেট্রি’ পরিচালক মাধবন বলেন, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন তথা ইসরো নাকি হিন্দু ক্যালেন্ডার দেখে মঙ্গলযান পাঠিয়েছিল। হিন্দু ক্যালেন্ডার পাঞ্চাংই নাকি সফলভাবে মহাকাশযান পাঠাতে সাহায্য করেছিল। এখানেই থেমে থাকেননি  বলিউডের ম্যাডি। তিনি বলেন, ইসরোর বিজ্ঞানীরা যেহেতু ভারতীয় হিন্দু ক্যালেন্ডার দেখে মঙ্গলগ্রহে মহাকাশযান পাঠিয়েছিল, তাই সেটি সফল হয়েছিল। তাঁর সেই ভিডিও মুহূর্তের মধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। কেউ কেউ বলেন, মহাকাশবিজ্ঞান সবাই না বুঝতেই পারেন। কিন্তু না বুঝে সেই বিষয়ে বক্তব্য রাখা উচিত নয়।

Shah Rukh Khan and Suriya fees for Rocketry

ইসরোর প্রাক্তন বিজ্ঞানী নাম্বি নারায়ণনের ওপর ‘রকেট্রি’ (Rocketry: The Nambi Effect) সিনেমাটি তৈরি করেছেন মাধবন। ছবিতে বিজ্ঞানীর চরিত্রে অভিনয় করেছেন তিনি নিজে। এছাড়া বলিউড ‘বাদশা’ শাহরুখ খান, দক্ষিণী সুপারস্টার সুরিয়াও ছবিতে রয়েছেন। এই ছবির প্রচারে গিয়েই মাধবন বিতর্কিত মন্তব্য করে বসেন।

এবার এই বিষয়ে চরম ট্রোলের শিকার হওয়ার পর মুখ খুললেন মাধবন নিজে। অভিনেতা টুইটারে লিখেছেন, ‘পঞ্জিকাকে তামিল ভাষায় পাঞ্চাং বলার জন্য আমার ক্ষমা চাওয়াই উচিত। আমি খুবই অজ্ঞ। তবে ভুললে চলবে না, মঙ্গল অভিযান আমরা কিন্তু মাত্র ২টো ইঞ্জিন নিয়েই শেষ করেছিলাম। এটি একটি রেকর্ড। বিজ্ঞানী নাম্বি নারায়ণননের বিকাশ ইঞ্জিন রকস্টার’।

মাধবনের তামিলে বলা বিতর্কিত মন্তব্য অনুবাদ করে এর আগে একজন নেটাগরিক লিখেছিলেন, ‘ওনার কথায় মূল বক্তব্য হল, মঙ্গলের কক্ষপথে প্রবেশ করতে সাহায্য করার জন্য ভারতীয় রকেটে বিদেশি রকেটের মতো তিনটে ইঞ্জিন (সলিড, লিকুইড এবং ক্রাইওজেনিক) থাকে না। সেই কারণেই এই অভাব পূরণ করতে ভারতীয় বিজ্ঞানীরা ‘পঞ্চঙ্গম’এর (হিন্দু ক্যালেন্ডার) তথ্য ব্যবহার করেছিল’।

আর মাধবন পরিচালিত এই সিনেমা চলতি বছর কান চলচ্চিত্র উৎসবের অন্যতম চর্চিত সিনেমাগুলির মধ্যে একটি ছিল। আগামী ১ জুলাই হিন্দি, ইংরেজি, তামিল, তেলেগু এবং মালায়ালম ভাষায় মুক্তি পাবে এই ছবিটি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥