বলিউডের ছবি মানেই তা বয়কট করতে হবে, সাম্প্রতিক অতীতে এটা যেন একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। একাধিক বিগ বাজেট ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। সম্প্রতি যেমন আমির খানের ‘লাল সিং চাড্ডা’ এবং অক্ষয় কুমারের ‘রক্ষা বন্ধন’এর সঙ্গে হয়েছে। চলতে থাকা ‘বয়কট’ ট্রেন্ড (Boycott trend) নিয়ে একপ্রকার ঘুম উড়েছে ছবির নির্মাতা থেকে শুরু করে কলাকুশলীদের।
ছবি মুক্তির আগেই সোশ্যাল মিডিয়ায় উঠছে ছবি বয়কটের ডাক। ‘লাল সিং চাড্ডা’, ‘রক্ষা বন্ধন’এর পর এবার একই জিনিস হচ্ছে রণবীর কাপুরের আসন্ন ছবি ‘ব্রহ্মাস্ত্র’এর সঙ্গেও। দর্শকরা মুখ ফিরিয়ে নেওয়ায় বিপুল ক্ষতির সম্মুখীন হচ্ছেন ছবির নির্মাতারা। এবার এসব নিয়েই মুখ খুললেন জনপ্রিয় অভিনেতা, পরিচালক আর মাধবন (R Madhavan)।
চলতে থাকা ‘বয়কট’ ট্রেন্ডের মাঝেই মুক্তি পেয়েছিল মাধবন পরিচালিত প্রথম ছবি ‘রকেট্রিঃ দ্য নাম্বী এফেক্ট’। বক্স অফিসে ভালোই ব্যবসা করেছিল সেই সিনেমা। ‘বয়কট’ প্রসঙ্গে তাই ম্যাডির সাফ বক্তব্য, যদি ভালো ছবি তৈরি করা হয়, তাহলে দর্শকরা এমনিতেই সিনেমা হলে যাবে।
মাধবন তাঁর আসন্ন ছবি ‘ধোকাঃ রাউন্ড ডি কর্নার’এর প্রচারের সময় এই বিষয়ে বলেন, ‘আমরা যদি ভালো ছবি তৈরি করি এবং দর্শকদের যদি সেটি ভালোলাগে, তাহলে তাঁরা এমনিতেই সিনেমা হলে দেখতে যাবে’।
শুধু এটুকুই নয়, বলিউড বনাম সাউথ বিতর্কেও মতামত রাখেন ‘৩ ইডিয়টস’এর ফারহান। অভিনেতা বলেন, ‘আমি খুব স্পষ্ট করে বলতে চাই, হিন্দি তারকাদের ছবির থেকে ভালো ব্যবসা করেছে হাতেগোনা কয়েকটি সিনেমা। সেই ছবিগুলি হল, পুষ্পা, কেজিএফ’এর দু’টি সিনেমা, বাহুবলী’র দু’টি সিনেমা এবং আরআরআর। সাউথের মাত্র ৬টি সিনেমা চলেছে। আমরা এটাকেই একটি প্যাটার্ন ধরে নিতে পারি না। আমার মনে হয়, অতিমারীর কারণে দর্শকদের পছন্দ-অপছন্দ বদলে গিয়েছে। এখন তাঁরা সারা বিশ্বের কনটেন্ট দেখছে’।
অপরদিকে যদি মাধবনের আসন্ন সিনেমা ‘ধোকাঃ রাউন্ড ডি কর্নার’এর বিষয়ে বলা হয়, তাহলে এই ছবিটি পরিচালনা করেছেন কুকি গুলাটি। ছবিতে ম্যাডি ছাড়াও অভিনয় করেছেন অপারশক্তি খুরানা, দর্শন কুমার এবং খুশালি কুমার।