• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘কার্টুনের জন্য শিক্ষকের মুণ্ডচ্ছেদ, আবার ধর্ম নিয়ে মুখ খুললেন কঙ্গনা রানাউৎ

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই শুধু অভিনেত্রী নন অন্যরূপে ধরা দিয়েছেন বলি ক্যুইন কঙ্গনা রানাউত। রোজই কোনো না কোনোও বিষয়ে সরব হয়ে খবরের শিরোনামে লাগাতার উঠে এসেছে তার নাম। গত কয়েক মাস ধরে এই নিয়েই উত্তাল গোটা দেশ। এবার প্যারিস হত্যাকান্ড নিয়ে মুখ খুললেন বলি-ক্যুইন কঙ্গনা রানাউত।

এই পাশবিক ঘটনার বিরুদ্ধে আওয়াজ তুলে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের বিরুদ্ধে কড়া ভাষায় নিন্দা করলেন অভিনেত্রী। শুক্রবার, প্যারিসে ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা। এক মুসলিম মৌলবাদী যুবক প্যারিসের রাস্তায় তার শিক্ষকের মুন্ডুচ্ছেদ করে। স্যামুয়েল পি নামের ওই শিক্ষক ধর্মনিরপেক্ষতা এবং বাক স্বাধীনতার পাঠ দিতে গিয়ে কোনো এক প্রসঙ্গে হজরত মহম্মদের একটি কার্টুন দেখিয়েছিলেন শিক্ষার্থীদের,আর তার ‘সাজা’ দিতেই শিক্ষকের মুন্ডু কেটে নেন ওই যুবক।

   

এর বিরুদ্ধেই টুইটার হ্যান্ডেলে এই বিশেষ সম্প্রদায়কে তুলোধোনা করে অভিনেত্রী লেখেন, “আমি অবাক হয়ে যাই যে এই ধর্ম কত অসহিষ্ণু। একটি কার্টুনের জন্য এক শিক্ষকের মাথা কেটে ফেলা হল। আমি শুধু কল্পনা করতে পারি অতীতে আমাদের লোকজনের কী অবস্থা করেছিল এই হানদাররা। অথচ বুদ্ধিজীবীরা আজো এই ধর্মকেই সমর্থন করেন”

প্রসঙ্গত, শুক্রবার দুপুরে ফ্রান্সের রাজধানী প্যারিসে এই হত্যাকান্ড ঘটান এক চেচেন মুসলিম। তাকে গ্রেফতার করতে গেলেও ধারালো অস্ত্র নিয়ে পুলিশকে হুমকি দেয় সে। পরে বাধ্য হয়ে পরিস্থিতি সামাল দিতে ওই ব্যক্তিকে গুলি করেন নিরাপত্তারক্ষীরা।

site