• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এটাই দেখা বাকি ছিল! অল্লু অর্জুনের ‘পুষ্পা’ স্টাইলে হরিনাম সংকীর্তন, ভাইরাল ভিডিওয় অবাক নেটপাড়া

সোশ্যাল মিডিয়ার (Social Media) দৌলতে প্রতিদিন কতশত কান্ডকারখানা দেখা মেলে। এমন অনেক কিছুই সামনে আসে যেটা দেখলে অবাক হয়ে পড়েন সকলে। এই যেমন সিনেমা বা সুপারস্টারদের দেখে অনেকেই প্রভাবিত হয়ে পড়েন। আর আজব সমস্ত কান্ডকারখানা করেন। কিছুদিন আগে রিলিজ হওয়া ‘পু’ষ্পা’ (Pushpa) সিনেমা দেখে অনেকেই অল্লু অর্জুনের স্টাইল নকল করছেন। তবে এবার যেটা হল সেটা দেখে সমস্ত নেটিজেনরা অবাক হয়ে রয়ে গেলেন।

পুষ্পা ছবি ইতিমধ্যেই ভারতে তো বটেই বিদেশেও ব্যাপক হিট হয়েছে। দেশ ও বিদেশ মিলিয়ে মোট ৩৬৫ কোটিরও বেশি বক্স অফিস কালেকশন করে ফেলেছে ছবিটি। আর ছবির গান গুলিও রীতিম ভাইরাল সর্বত্র। আর এবার ‘শ্রীভাল্লি’ (Srivalli)গানের স্টাইলে হরিনাম সংকীর্তন করতে দেখা গেল কিছু লোককে। সেই ভাইরাল ভিডিও (Viral Video) দেখে রীতিমত অবাক হয়ে গিয়েছেন নেটিজেনরা।

   

Pushpa Style Horinam Sangkirtan Video

হ্যাঁ! ঠিকই দেখছেন পুষ্পা স্টাইলে চলছে হরিনাম সংকীর্তন (Pushpa Style Harinam)! শুনে অবাক হলেও ঘটনাটা সত্যিই ঘটেছে। আর এমন অদ্ভুত কাণ্ডের ভিডিও মোবাইলের ক্যামেরাবন্দি করে শেয়ার করতেই হু হু করে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে।  ইতিমধ্যেই লক্ষ লক্ষ মানুষ ভিডিওটি দেখেছেন। আর ভিডিও দকেহে প্রায় প্রত্যেকেই চমকে গিয়েছেন কান্ড কারখানা দেখে।

সাধারণত গানের দলের ভগবানের কৃষ্ণের নাম নিয়ে হরিনাম সংকীর্তন করেন। ‘হরেকৃষ্ণ হরেরাম ‘ এই শব্দের জাদুতে খোল করতাল বানিয়ে চলে সংকীর্তন। বয়োজ্যেষ্ঠ থেকে ছোট সকলেই মনপ্রাণ দিয়ে উপভোগ করেন এই হরিনাম সংকীর্তন। তবে পুষ্পার গানে নেচে নেচে যে সংকীর্তন হতে পারে সেটা হয়তো অনেকেই আগে ভাবতেও পারেন নি।

যিনি ভিডিওটি শেয়ার করেছেন তিনি ক্যাপশনে লিখেছেন, ‘এটাই দেখার বাকি ছিল! হরেকৃষ্ণ পুষ্পা ভার্শন’। তার এই ভিডিও ভাইরাল দেখে এক নেটিজেন অবাক হয়ে মন্তব্য করেছেন, ‘গানের স্টেপ পদ্মশ্রী অ্যাওয়ার্ড পাবে’। তবে অনেকেই আবার এমন কার্যকলাপ নিন্দনীয় বলেই মনে করেন। কৃষ্ণনাম নিয়ে রীতিমত ছেলেখেলা করা হচ্ছে, এই ভিডিও দেখে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।