• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আমার স্বামী, প্রাণের স্বামী মনের স্বামী, প্রিয় স্বামী! পুষ্পার ‘সামি সামি’ গানের বাংলা ভার্সন ভাইরাল নেটপাড়ায়

Published on:

Sami sami,saami saami Bengali version,rashmika mandana,pushpa,সামি সামি,রশ্মিকা মন্দানা,পুষ্পা,বাংলা গান

আল্লু অর্জুনের ছবি পুষ্পার সব গানই তুমুল জনপ্রিয় হয়েছে। শুধু গানই বা বলছি কেন আল্লু অর্জুনের এই সিনেমার গান, সংলাপ, দৃশ্য, নায়কের হাঁটার স্টাইল সবই এখন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং। বলাই বাহুল্য আল্লু অর্জুনের এই ছবি সারা দেশ জুড়ে রমরমিয়ে চলছে। গত বছরের শেষেই অর্থাৎ ডিসেম্বরের ১৭ তারিখ মুক্তির পর থেকেই একের পর এক রেকর্ড গড়ে চলেছে সুকুমার পরিচালিত এই সিনেমা। তামিল, তেলেগু, কন্নড়, মালয়ালম ও হিন্দি -এই ৫ টি ভাষায় ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ‘পুষ্পা: দ্য রাইজ পার্ট ওয়ান’। শুধু দক্ষিণ ভারতে নয় গোটা দেশেই এই ছবি চলছে রমরমিয়ে।

এই ছবির ‘শ্রীভাল্লি’ বলুন বা ‘উ আন্তাভা মামা’ কিংবা ‘সামি সামি’ সবই সোশ্যাল মিডিয়ায় দুর্দান্ত ট্রেন্ডিং এই মুহুর্তে। বিশেষত ‘বালামসামে’ গানটি মহিলাদের মধ্যে বেশ জনপ্রিয়। রশ্মিকা মান্দানার আইকনিক স্টেপে রিল বানাচ্ছেন ইনফ্লুয়েন্সাররা। ইন্সটাগ্রাম বা ফেসবুক খুললে এই গানে প্রায় ৮ ১০ টা রিল চোখে পড়বেই পড়বে।

Sami sami,saami saami Bengali version,rashmika mandana,pushpa,সামি সামি,রশ্মিকা মন্দানা,পুষ্পা,বাংলা গান

আসলে ভালো রান্নার ক্ষেত্রে যেমন মশলা আর নুন ঝাল মিষ্টিটা ঠিক হওয়া প্রয়োজনীয়, সেরকমই যেকোনোও গান হিট হওয়ার পিছনেও বেশ কয়েকটি উপাদান কাজ করে তার মধ্যে অন্যতম হল গানের কথা, সুর, এবং কম্পোজিশন। আর এই গানে সব উপাদানই একেবারে যথাযথ। তার উপর এই গান হিট হতে বাড়তি সাহায্য করেছে রশ্মিকা মন্দানার দুর্দান্ত নাচের স্টেপ।

Sami sami,saami saami Bengali version,rashmika mandana,pushpa,সামি সামি,রশ্মিকা মন্দানা,পুষ্পা,বাংলা গান

এবার পুষ্পার এই বিখ্যাত গানকেই বাংলায় অনুবাদ করে গাইলেন সমাদৃতা ঘোষ। তিনি সোশ্যাল মিডিয়ায় ‘দ্য বং প্রিন্সেস’ নামেও পরিচিত। তার গানের কথা খানিকটা এমন, আমার স্বামী, প্রাণের স্বামী মনের স্বামী, প্রিয় স্বামী! এই গানের ভিডিও ইতিমধ্যেই তুমুল ভাইরাল হয়েছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥