সারা দেশ জুড়ে শুরু হয়ে গিয়েছে গণেশ চতুর্থী (Ganesh Chaturthi) উদযাপন। সিদ্ধিদাতার নানান ধরণের মূর্তি বাড়িতে এনে ধুমধাম করে এই উৎসব পালন করছেন দেশবাসীরা। অনেকে আবার এই বিশেষ দিনটিকেও কিন্তু ফিল্মি উপায়ে উদযাপন করছেন। আর ফিল্মি উপায়ে উদযাপনের কথা হবে, আর সেখানে আল্লু অর্জুন অভিনীত ব্লকবাস্টার সিনেমা ‘পুষ্পা’র (Pushpa) কথা হবে না তা কি হয়?
সারা দেশ জুড়ে এখনও যেভাবে ‘পুষ্পা’র ক্রেজ রয়েছে, সেখানে এই ছবির ছাপ যে গণেশ চতুর্থীতেও এসে পড়তে পারে তা খানিক জানা কথাই ছিল। আর হলও তেমনটা। ‘পুষ্পা’ লুকের গণপতি (Ganapati idol) বাড়িতে এনে অনেকে পুজো করছেন। নেটপাড়াতয় মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে সেই ছবি।
আল্লু অর্জুনের ‘পুষ্পা’ লুকের গণেশ ঠাকুরের বহু ছবি এবং ভিডিও নেটপাড়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, সাদা রঙের কুর্তা-পাজামা পরে আল্লু অর্জুনের স্টাইলে বসে রয়েছেন সিদ্ধিদাতা। আবার হাত দিয়ে ‘ঝুকেগা নহি’ স্টাইলও করতে দেখা যাচ্ছে তাঁকে।
তবে ‘পুষ্পা’ স্টাইলের গণেশ ঠাকুরের ছবি এবং ভিডিও নেটপাড়ায় ভাইরাল হওয়ার পর নেটিজেনদের একাংশ যেমন খুশি হয়েছেন, তেমনই অনেকে আবার কিন্তু বেশ চটেও গিয়েছেন। ছবিতে যেখানে একজন স্মাগলার তথা পাচারকারীর চরিত্রে দেখা গিয়েছিল আল্লুকে সেখানে কীভাবে গণপতিকে সেই লুকে সাজানো হল, এমন প্রশ্নও তুলেছেন অনেকে।
একজন যেমন লিখেছেন, ‘আমার মনে হয় উনি গণেশ ঠাকুর এবং আমাদের ওনাকে তেমনভাবেই দেখা উচিত। কিন্তু কেন আপনারা এমন কাজ করছেন? আপনারা কি জানেন না উনি দেবতা? আল্লু অর্জুনের অনুরাগী হলেও সেটা নিজের অবধিই সীমাবদ্ধ রাখুন, এমন জিনিস করবেন না’।
আর একজন আবার লিখেছেন, ‘ছবিতে পুষ্পা রাজ একজন হার্ড কোর স্মাগলার ছিলেন। সেই পুষ্পা রাজের মতো দেখতে গণেশ মূর্তির দ্বারা এই মানুষেরা কী বার্তা দিতে চাইছে?’ তবে নেটিজেনদের একাংশ চটে গেলেও ‘পুষ্পা’ অনুরাগীরা কিন্তু বিষয়টি বেশ উপভোগ করছেন।
একজন যেমন লিখেছেন, ‘ভারতের সবচেয়ে প্রিয় পুষ্পা ভাইয়ের জন্য এখনও সারা দেশে ক্রেজ রয়েছে। এমনকি গণেশ ঠাকুরও পুষ্পা সিনেমার বড় ভক্ত হয়ে গিয়েছে। এত স্টারডমের জন্য আল্লু অর্জুনকে শুভেচ্ছা জানাই’।