• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাহুবলীকে পেছনে ফেলল পুষ্পা! হিন্দী সংস্করণেও ১০০ কোটির ব্যবসা করে রেকর্ড গড়ল আল্লু অর্জুনের ছবি

Published on:

Allu arjun,pushpa,sukumar,Rashmika Mandanna,রশ্মিকা মন্দানা,Bollywood,আল্লু অর্জুন,পুষ্পা,ওটিটি,অ্যামাজন প্রাইম,Amazon prime,সুকুমার,300 crorecrore,bahubali,বাহুবলী

সারা দেশ ব্যপী করোনার দাপটে বিপর্যস্ত চলচ্চিত্র ব্যবসা। ফের ভারতের বুকে আঁছড়ে পড়েছে করোনার তৃতীয় ঢেউ, আর তার জেরেই একে একে বন্ধ হচ্ছে সিনেমা হল। ৫০ শতাংশ দর্শক নিয়ে হল খোলার নির্দেশ দিয়েছে বিভিন্ন রাজ্য সরকার। কিন্তু এত কিছুর পরেও রেকর্ড গড়ল আল্লু অর্জুনের (Allu Arjun) সিনেমা পুষ্পা (Pushpa)। আগেই সারা দেশে ৩০০ কোটির ব্যবসা করে ফেলেছে এই ছবি।

এবার পুষ্পার হিন্দী সংস্করণও ১০০ কোটি আয় করে বাহুবলীর রেকর্ড ভেঙে ইতিহাস তৈরি করেছে। তামিল, তেলেগু, কন্নড়, মালয়ালম ও হিন্দি -এই ৫ টি ভাষায় ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ‘পুষ্পা: দ্য রাইজ পার্ট ওয়ান’। শুধু দক্ষিণ ভারতে নয় গোটা দেশেই এই ছবি চলছে রমরমিয়ে। এই ছবি মুক্তির আগেই সমস্ত টিকিট বিক্রি হয়ে যাওয়ার রেকর্ড গড়েছিল। মুক্তির পরেও প্রায় এক মাস ধরে থামার নাম নেই পুষ্পার সাফল্যতরী।

Allu arjun,pushpa,sukumar,Rashmika Mandanna,রশ্মিকা মন্দানা,Bollywood,আল্লু অর্জুন,পুষ্পা,ওটিটি,অ্যামাজন প্রাইম,Amazon prime,সুকুমার,300 crorecrore,bahubali,বাহুবলী

 

সবচেয়ে মজার ব্যাপার ওটিটি তে এই ছবি রিলিজ হয়ে গিয়েছে ইতিমধ্যেই তবুও হল ফাঁকা যাচ্ছেনা। ফার্স্ট পার্টেই এই হাল, দ্বিতীয় পার্টের জন্য এখন থেকেই দিন গোনা শুরু করে দিয়েছেন দর্শকেরা। এর আগে পরিচালক এস এস রাজামৌলির বাহুবলী ছবিটি প্রথম দিনে ৫ কোটি টাকার ব‍্যবসা করে মোট ১১৭ কোটি টাকার ব‍্যবসা করেছিল। কিন্তু পুষ্পা সেই রেকর্ডটাও ভেঙে খান খান করে দিয়েছে ইতিমধ্যেই।

Allu arjun,pushpa,sukumar,Rashmika Mandanna,রশ্মিকা মন্দানা,Bollywood,আল্লু অর্জুন,পুষ্পা,ওটিটি,অ্যামাজন প্রাইম,Amazon prime,সুকুমার,300 crorecrore,bahubali,বাহুবলী

 

প্রসঙ্গত, এখন দক্ষিণী সিনেমার বাজার গরম। একের পর ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়ে রীতিমতো কড়া টক্কর দিচ্ছে গোটা বলিউড ইন্ডাস্ট্রিকে। যার সাম্প্রতিকতম উদাহরণ হল দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের বক্স অফিস হিট সিনেমা ‘পুষ্পা দ্য রাইজ'(Pushpa The Rise)। এরই মধ্যে দক্ষিণী সিনেমার হাত ধরে উত্থান হতে চলেছে আরও এক সুপারস্টারের।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥