• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সফলতা পেতেই বেইমানি! গোপনে বিয়ে, দুর্ব্যবহারের জেরে রশ্মিকাকে ব্যান করার ডাকে উত্তাল দক্ষিণী ইন্ডাস্ট্রি

Published on:

Pushpa fame Rashmika Mandanna’s upcoming movies are reportedly going to be ban in Kannada industry

ব্লকবাস্টার ‘পুষ্পা’ (Pushpa) ছবির মাধ্যমে রাতারাতি সারা দেশে জনপ্রিয় হয়ে গিয়েছেন আল্লু অর্জুন এবং রশ্মিকা মান্দানা (Rashmika Mandanna)। দক্ষিণের শিল্পী হলেও এখন সম্পূর্ণ দেশে তাঁদের জনপ্রিয়তা দেখার মতো। ‘শ্রীভল্লি’ রশ্মিকা তো ইতিমধ্যেই বলিউডে কাজও করে ফেলেছেন। তাঁর হাতেও রয়েছে ঠাসা কাজ। তবে এসবের মাঝেই ‘ন্যাশানাল ক্রাশ’ রশ্মিকার অনুরাগীদের জন্য একটি দুঃসংবাদ এসেছে।

রশ্মিকা এমন একজন অভিনেত্রী যার কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও প্রচুর চর্চা হয়। দক্ষিণী অভিনেতা বিজয় দেবরাকোন্ডার সঙ্গে সত্যিই তিনি সম্পর্কে রয়েছে কিনা তা নিয়ে জল্পনা কল্পনা চলতেই থাকে। ব্যক্তিগত জীবনের কারণেই বহুবার বিতর্কেও জড়িয়েছেন অভিনেত্রী। এবার সেই কারণেই নাকি কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রি তাঁকে নিষিদ্ধ করতে চলেছে!

Rashmika Mandanna

গত কয়েকদিন ধরে এই খবরে তোলপাড় সোশ্যাল মিডিয়া। কিন্তু আচমকা কেন অভিনেত্রীর বিরুদ্ধে এত কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে? কন্নড় ইন্ডাস্ট্রির অন্দরের খবর, রশ্মিকার প্রচণ্ড উন্নাসিকতা এবং ঔদ্ধত্যের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি এও অভিযোগ উঠেছে যে সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজের ‘অকৃতজ্ঞ’ মনোভাবেরও পরিচয় দিয়েছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অভিনয় জীবন নিয়ে মুখ খুলেছিলেন রশ্মিকা। কিন্তু সেখানে সযত্নে রক্ষিত শেট্টির নাম এড়িয়ে যান। প্রসঙ্গত, রক্ষিত শেট্টির প্রযোজনা সংস্থাই প্রথমবার কর্ণাটকে অভিনেত্রীকে কাজের সুযোগ দিয়েছিল। কিন্তু সাম্প্রতিক সাক্ষাৎকারে তাঁর নামই নেননি ‘পুষ্পা’ অভিনেত্রী।

Rashmika Mandana

এক্ষেত্রে জানিয়ে রাখা প্রয়োজন, রক্ষিতের সঙ্গে রশ্মিকা প্রেমের সম্পর্কেও ছিলেন। এমনকি তাঁদের বাগদানও হয়ে গিয়েছিল। ২০১৭ সালে আংটি বদলও করেছিলেন দু’জনে। কিন্তু ২০১৮ সালে আচমকাই তাঁদের সম্পর্কে ইতি পড়ে। এরপর থেকেই শোনা যায়, রশ্মিকা নাকি বিজয়ের সঙ্গে প্রেম করছেন।

Rashmika Mandanna and Rakshit Shetty

সম্প্রতি তাঁদের বিয়ের নকল ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। তবে ব্যক্তিগত জীবনে যাই হোক না কেন, রশ্মিকা তাঁর কেরিয়ারে রক্ষিতের অবদান স্বীকার না করায় রেগে গিয়েছে তাঁর কন্নড় অনুরাগীরা। সেই সঙ্গেই উঠেছে রশ্মিকাকে বয়কটের ডাক। অভিনেত্রীর আগামী দুই ছবি ‘পুষ্পা ২’ ও ‘ভারিসু’ নিষিদ্ধ করার হুমকিও দেওয়া হচ্ছে।

জানা যাচ্ছে, এই বিষয়টির কারণে রশ্মিকার ওপর তাঁর প্রথম ছবির পরিচালক ঋষভ শেট্টিও নাকি চটে গিয়েছেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে ‘কানতারা’ তারকাকে জিজ্ঞেস করা হয়েছিল রশ্মিকা মান্দানা, সামান্থা রুথ প্রভু, কীর্তি সুরেশ এবং সাই পল্লবীর মধ্যে তিনি কোন অভিনেত্রীর সঙ্গে ভবিষ্যতে কাজ করতে চান? জবাবে ‘পুষ্পা’ অভিনেত্রীর নামই নেননি ঋষভ।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥