এখন দক্ষিণী ছবির বাজার গরম। যার জেরে দিনে দিনে দর্শকমহলে বাড়ছে সাউথের সিনেমার জনপ্রিয়তা। সেই সুবাদে সিনেমাপ্রেমীদের কাছেও সাউথের অভিনেতা অভিনেত্রীদের ক্রেজ। তাই দর্শকমহলে জনপ্রিয় এই তারকাদের ব্যাক্তিগত জীবন নিয়েও কৌতূহলের সীমা নেই। প্রসঙ্গ বছরের একেবারে শেষের দিকে ব্লকবাস্টার হিট সিনেমা ‘পুষ্পা দ্য রাইজ’ মুক্তি পাওয়ার পর থেকেই কার্যত জাতীয় ক্রাশে পরিণত হয়েছেন শ্রীভল্লি অভিনেত্রী রশ্মিকা মন্দানা (Rashmika Mandana)।
আল্লু অর্জুন অভিনীত এই ‘পুষ্পা দ্য রাইজ’ (Pushpa The Rise) মুক্তির পর থেকে আট থেকে আশি সকলের মুখে মুখে ঘুরছে এই সিনেমার একাধিক জনপ্রিয় ডায়লগ। পাশাপাশি দর্শকদের মন ছুঁয়েছে এই সিনেমার একাধিক গান। বিশেষ করে শ্রীভল্লি গানটি দারুন জনপ্রিয়তা পেয়েছে সিনেমা প্রেমীদের কাছে। আসলে এই সিনেমার নায়িকার নাম ছিল শ্রীভল্লি।
আর এই শ্রীভল্লি (Srivalli) চরিত্রে কিউট রশ্মিকা মান্দানার অভিনয় নিমেষে মন ছুঁয়েছে দর্শকদের। এছাড়া নায়ক আল্লু অর্জুনের সাথে রশ্মিকার অনস্ক্রিন কেমিস্ট্রিও ছিল নজরকাড়া। পুষ্পার মুক্তিরপর এখন সাফল্যের একেবারে সপ্তম স্বর্গে রয়েছেন রশ্মিকা। বলিউড থেকেও অভিনয়ের ডাক আসছে অভিনেত্রীর। তাই এখন এই অভিনেত্রীর ব্যাক্তিগত জীবন থেকে শুরু করে তার সাথে জড়িত ছোটো খাটো যে কোন বিষয় নিয়েই দর্শকদের আগ্রহের সীমা নেই।
তাই সিনেমাপ্রেমী অথচ রশ্মিকা মন্দানাকে চেনেন না এমন মানুষের সংখ্যা প্রায় নেই বললেই চলে। প্রসঙ্গত রশ্মিকা বরাবরই তার কিউট এক্সপ্রেশন ও সুন্দর হাসির জন্য বেশ জনপ্রিয় ছিলেন। আর পুস্পা মুক্তির পর থেকে তার হাসি, প্রাণোচ্ছল ডায়লগ, সহ মারকাটারি ফিগার ঘুম কেড়েছে দেশের অসংখ্য যুবকের। তাই অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় তার কোনো ছবি পোস্ট করা মাত্রই তা ভাইরাল হয়ে যায় নিমেষে।
প্রসঙ্গত রশ্মিকার শেয়ার করা বেশীরভাগ ছবিতেই সবার প্রথমে তার ফ্যানদের নজর কাড়ে তার হাতে আঁকা একটি ট্যাটু। আর ওই ট্যাটুতে আসলে রশ্মিকা কি লিখেছেন তা জানার জন্য রশ্মিকা ভক্তদের কৌতূহলের অন্ত নেই। এরইমধ্যে রশ্মিকা একদিন ইনস্টাগ্রাম লাইভে এলে, ফ্যানেরা ওই ট্যাটু সম্বন্ধে জানতে চান। তখন অভিনেত্রী জানান যে তার হাতে আঁকা ট্যাটুর অর্থ “ইরিপ্লেসেবেল” বা “অপরিবর্তনীয়”। অভিনেত্রীর আরও সংযোজন আপনি আমি এবং সকলেই অপরিবর্তনীয়। এই লাইভের ভিডিও সোশ্যাল মিডিয়াতে মুহুর্তের মধ্যে ব্যাপক ভাইরাল হয়ে যায়।