বক্স অফিসে এখন দক্ষিণী সিনেমার রমরমা বাজার।গতবছরের শেষের দিকে পুষ্পা মুক্তির পর থেকেই আসমুদ্র হিমাচল গোটা দেশের অসংখ্য তরুণের কাছেই জাতীয় ক্রাশ রশ্মিকা মন্দানা (Rashmika Mamdana)। ছবিতে ‘পুষ্পা’ (Pushpa) অভিনেতা আল্লু অর্জুনের প্রেমিকা ‘শ্রীভল্লীর’ চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা কুড়িয়েছেন রশ্মিকা।
সাউথ থেকে আকাশ ছোঁয়া সাফল্য লাভের পর অনেক আগেই ডাক পেয়েছিলেন বলিউড থেকেও। এতদিন অভিনেত্রী ব্যস্ত ছিলেন সেই কাজেই। তাই ‘গুড বাই’ (Good Bye) সিনেমার শুটিং সারতেই মুম্বাই এসেছিলেনা পুষ্পা অভিনেত্রী। তবে ইতিমধ্যেই শেষ হয়েছে সেই সিনেমার শুটিং। আর শুটিং শেষ হতেই সিনেমার সমস্ত কলাকুশলী থেকে শুরু করে সোহো অভিনেতা অভিনেত্রী সকলকেই মিস করা শুরু করেছেন নায়িকা।
প্রকাশ্যেই জানালেন সেকথা। আবেগপ্রবণ হয়েই এদিন সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করলেন সব্বাইকে গুড বাই বলার সময় তাঁর মনের দুর্বল অবস্থার কথা। প্রসঙ্গত বিকাশ বেহেল (Vikash Behl) পরিচালিত এই ছবিতে রশ্মিকা স্ক্রিন শেয়ার করেছেন কিংবদন্তি বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) এবং প্রতিভাবান অভিনেত্রী নীনা গুপ্তার (Neena Gupta) সাথে। সম্ভবত আগামী ২ এপ্রিল মুক্তি পেতে চলেছে দক্ষিণী সুন্দরী অভিনেত্রীর এই সিনেমা।
আসন্ন সিনেমার শেষ দিনের শুটিং সেরে হই হই করে কেক কেটে আনন্দে মেতেছিলেন রশ্মিকা। সেই সমস্ত ক্যামেরাবন্দি মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে একটি দীর্ঘ পোস্ট করেছিলেন অভিনেত্রী। আবেগপ্রবণ (Emotional) হয়ে রশ্মিকা এদিন লিখেছিলেন নিজের সন্তানকে ‘গুড বাই’ বলতে একেবারেই ভালো লাগে না।আসলে করোনা মহামারীর মধ্যেই নানান প্রতিকূলতার মধ্যে একাধিক অনিশ্চয়তা নিয়ে আজ থেকে ২ বছর আগে শুরু হয়েছিল সিরিয়ালের শুটিং।
তবে সব প্রতিকূলতা জয় করে অস্বম্ভব ভালো একটা টিমের সাথে শুটিং শেষ করেও কিছুতেই রেশ কাটছে না রশ্মিকার। তাই তিনি চান এই টিমের সাথেই খুব তাড়াতাড়ি নতুন কাজে ফিরতে। পাশাপাশি এদিন সহ অভিনেতা অমিতাভ বচ্চনের উদ্দেশ্যে পর্দার শ্রীভাল্লি লিখেছেন ‘আপনার সাথে কাজ করতে পেরে আমি ধন্য। আপনি পৃথিবীর সেরা মানুষ’। এছাড়া নীনা গুপ্তার উদ্দেশ্যে রশ্মিকা লিখেছেন ‘আপনি সবথেকে কিউট। আমি আপনাকে মিস করবো’।
View this post on Instagram