বিনোদন জগতে বিশেষ সিনেমা প্রেমীদের কাছে জাতীয় ক্রাশ বলতেই মুখে মুখে ঘুরছে একটাই নাম, তিনি হলেন রশ্মিকা মন্দানা (Rashmika Mandana)। বক্স অফিসে এখন দক্ষিণী সিনেমার রমরমা বাজার। গত ১৭ ডিসেম্বর মুক্তির পর থেকে এখনও পর্যন্ত বক্স অফিস কাঁপিয়ে চলেছে দক্ষিণী সিনেমা ‘পুষ্পা দ্য রাইস’। এখনও পর্যন্ত বক্স অফিসে ৩৩৮ কোটির ব্যবসা করে ভারতের সর্বোচ্চ মুনাফাকারী সিনেমা হয়ে উঠেছে পুষ্পা।
দেশজুড়ে ৫ টি ভাষায় অর্থাৎ তামিল, তেলুগু, মালয়ালম, কন্নড়ের পাশাপাশি হিন্দিতে মুক্তিপ্রাপ্ত এই সিনেমা বলিউড শুধু নয় সেইসাথে কড়া টক্কর দিয়েছে হলিউড ইন্ডাস্ট্রিকেও। আর এই সিনেমার সূত্রেই গোটা দুনিয়ার তরুণ প্রজন্মের কাছে রশ্মিকা মন্দনা আজকের দিনে অন্যতম জনপ্রিয় ক্রাশের নাম হয়ে উঠেছে।
এমনকি গুগলে যদি ইন্ডিয়ান ন্যাশনাল ক্রাশ টাইপ করা হয় তাহলেও রেজাল্টে রশ্মিকা মান্দানাকেই দেখতে পাওয়া যাচ্ছে। উল্লেখ্য পরিচালক সুকুমারের এই সিনেমায় শ্রীবল্লী’ চরিত্রে অভিনয় করে অভিনেত্রী রশ্মিকা পারিশ্রমিক হিসাবে নিয়েছিলেন ২ কোটি টাকা।
এসবের মধ্যেই শোনা যাচ্ছে এই সিনেমার বিরাট সাফল্যের পর এবার নিজের পারিশ্রমিক আগের থেকে ৫০ শতাংশ বাড়িয়ে দিয়েছেন রশ্মিকা। অর্থাৎ এবার থেকে সিনেমা পিছু ৩ কোটি পারশ্রমিক নেওয়ার আরজি জানিয়েছেন অভিনেত্রী। উল্লেখ্য পুষ্পার বিরাট ব্যবসার পর পরিচালক সুকুমার ঘোষণা করেছিলেন এই সিনেমার সিক্যুয়েল বানাবেন তিনি।
জানা যায় খুব শীঘ্রই এই সিনেমার সিক্যুয়েল আসতে চলেছে। ইতিমধ্যে তার নামও ঠিক করে ফেলেছেন পরিচালক। জানা গেছে পুষ্পার নতুন সিনেমার নাম হতে চলেছে ‘পুষ্পা: দ্য রুল’। যা মুক্তি পেতে চলেছে চলতি বছরেই। এই খবর শোনার পর থেকে পুষ্পার নতুন সিক্যুয়েলের অপেক্ষায় দিন গুনছেন ভক্তরা।