‘পুষ্পাঃ দ্য রাইজ’ (Pushpa: The Rise) সুপারহিট হওয়ার পর দক্ষিণী অভিনেতা অল্লু অর্জুনের (Allu Arjun) জনপ্রিয়তা কয়েক গুণ বেড়ে গিয়েছে। শুধুমাত্র সিনেমায় অভিনয়ের প্রস্তাবই নয়, একাধিক বিজ্ঞাপনের (Advertisement) প্রস্তাবও পাচ্ছেন তিনি। তবে এত বড় সুপারস্টার হয়ে গেলেও, অল্লুর টাকার লোভ কিন্তু একটুও বাড়েনি। এখনও যে কোনও প্রস্তাব গ্রহণ করার আগে তিনি নিজের অনুরাগীদের কথাই চিন্তা করেন।
সম্প্রতি শোনা গিয়েছে, সাউথ সুপারস্টারকে একটি পান মশলা কোম্পানির তরফ থেকে টেলিভিশন বিজ্ঞাপনের প্রস্তাব দেওয়া হয়েছিল। একটিমাত্র কয়েক মিনিটের বিজ্ঞাপনের জন্য অভিনেতাকে মোটা পারিশ্রমিকও দেওয়া হবে বলা হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও, সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি।
‘পুষ্পা’ হিট হওয়ার পর অল্লুর জনপ্রিয়তা এখন আর শুধুমাত্র দক্ষিণেই আটকে নেই। হিন্দি দর্শকদের মধ্যে তাঁর জনপ্রিয়তা এখন আকাশছোঁয়া। সেই দিকে নজর রেখেই অভিনেতাকে ১০ কোটি টাকার মোটা পারিশ্রমিক দেওয়া হবে বলে জানিয়েছিল সংশ্লিষ্ট পান মশলা কোম্পানি। কিন্তু তা সত্ত্বেও রাজি হননি সাউথ সুপারস্টার।
দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রির ট্রেড অ্যানালিস্ট মনোবালা বিজয়বালন সম্প্রতি বলেছেন, অল্লুকে নাকি একটি মদের কোম্পানিও বিজ্ঞাপনের মুখ হওয়ার প্রস্তাব দিয়েছিল। সেই বিজ্ঞাপনের জন্যেও নাকি ১০ কোটি টাকার পারিশ্রমিক দেওয়া হবে বলে জানানো হয়েছিল। কিন্তু অভিনেতা সাফ জানিয়েছেন, কোনও প্রকার মাদক দ্রব্যের সমর্থন তিনি করবেন না।
অল্লুর ঘনিষ্ঠ সূত্র মারফৎ জানা গিয়েছে, অভিনেতা নাকি এমন কোনও জিনিসের বিজ্ঞাপন করতে চান না, যা দেখে সাধারণ মানুষ সেটির ব্যবহার করা শুরু করে দেবে। পাশাপাশি তিনি এমন কোনও দ্রব্যের প্রচার করতে চান না, যেটি তিনি নিজে সেবন করেন না। সেই কারণেই পান মশলা এবং মদের বিজ্ঞাপনের অফার ফিরিয়ে দিয়েছেন তিনি।
পান মশলার বিজ্ঞাপনের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পর অল্লু এই প্রসঙ্গে বলেছিলেন, ‘আমি অনুরাগীদের মধ্যে কোনও খারাপ জিনিসের প্রচার করতে চাই না। আমি নিজে তামাক সেবন করি না। তাই তামাক কোম্পানির ব্র্যান্ড এনডোর্সমেন্টের প্রস্তাব আমি ফিরিয়ে দিয়েছি’।