২০২১ সালের অন্যতম সফল এবং চর্চিত ছবিগুলির মধ্যে একটি ছিল ‘পুষ্পাঃ দ্য রাইজ’ (Pushpa: The Rise)। এই ছবির মাধ্যমে রাতারাতি সারা দেশে সুপারস্টারের তকমা আদায় করে নিয়েছিলেন দক্ষিণী তারকা আল্লু অর্জুন (Allu Arjun)। বর্তমানে প্যান ইন্ডিয়া সুপারস্টার হয়ে গিয়েছেন অভিনেতা। সাউথ তো বটেই গোটা বলিউডেও তাঁর ফ্যান সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। তবে এবার আরও এক দারুন সুখবর মিলল।
সম্প্রতি স্বাধীনতা দিবস উপলক্ষে একটি প্যারেডের আয়োজন করা হয়েছিল নিউইয়র্কে। সেখানে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন আল্লু অর্জুন। সেখানে তাকে ‘গ্রান্ড মার্শাল’ উপাধি দেওয়া হয়েছে। নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামস একটি শংসাপত্র দিয়েছেন, যেটা নিয়েই একেবারে পুষ্পরাজ স্টাইলে ভারতীয় পতাকা হাতে ছবি তুলেছেন আল্লু অর্জুন।
তবে নিউইয়র্কে দেশের প্রতিনিধিত্ব করা ছাড়াও আরও একটু গুরুত্বপূর্ণ কাজে গিয়েছিলেন অভিনেতা। জানাযাচ্ছে হলিউডের পরিচালকদের সাথে দেখা করেছেন তিনি। সূত্রমতে জানা যাচ্ছে হলিউডের সুপারহিরো ফ্রাঞ্চাইজির সাথেই নাকি গোপনে মিটিং করেছেন তিনি। তাই আগামী দিনে হয়তো হলিউডের সিনেমায় সুপারহিরো চরিত্রে দেখা যেতেই পারে পুষ্পা অভিনেতা আল্লু অর্জুনকে।
এছাড়াও আগেই জানা গিয়েছে যে ‘পুষ্পা’ এর অভাবনীয় সাফল্যের পর দ্বিতীয় পর্ব ‘পুষ্পাঃ দ্য রুল’ (Pushpa: The Rule) তৈরী হতে চলেছে। তবে ঠিক কবে থেকেই শুটিং হবে বা কবে রিলিজ হবে সেটা এখনও পর্যন্ত সঠিকভাবে জানা যাচ্ছিলো না। সম্প্রতি শুটিংয় আরম্ভ হওয়ার খবর মিলেছে। তাও আবার পশ্চিমবঙ্গেই! এই খবর জানতে পেরে রীতিমত উচ্ছসিত বাঙালি দর্শকেরা।
যেমনটা জানা যাচ্ছে ছবির বেশ কিছু দৃশ্যের শুটিং হবে বাঁকুড়ায় (Bankura)। বাঁকুড়ার দক্ষিণ খাতরা অঞ্চলে আল্লু অর্জুনরা শ্যুটিং করবেন বলে খবর মিলেছে। আসলে জায়গাটি একটি বনাঞ্চল, আর এই জায়গায় দুই গ্যাংস্টারের মধ্যে গুলির যুদ্ধের একটি দৃশ্য শুট হওয়ার কথা বলেই জানা যাচ্ছে। আর এই শুট দিয়েই শুরু হবে ছবির শুটিং। তাই মহরতের জন্য পুজোর আয়োজন করা হবে। এই পুজোয় উপস্থিত থাকতে পারেন খোদ পুষ্পা অভিনেতা আল্লু অর্জুন।
প্রসঙ্গত, জানা যাচ্ছে ‘পুষ্প: দ্য রুল’ ছবিতে আরও ভয়ঙ্কর রূপে দেখা যাবে। কারণ এবার ভিলেন তথা পুলিশ চরিত্রের অভিনেতা ফাহাদ ফাজিলের সাথে জোর টক্কর চলবে। অন্যদিকে রশ্মিকা মান্দানার সাথে রোম্যান্সও দেখা যাবে। সব মিলিয়ে ‘পুষ্পা ২’ ও যে বক্স অফিস কাঁপাতে চলেছে সেটা এখন থেকেই বোঝা যাচ্ছে।