একসময় ভারতীয় সিনেমা মানেই সবার আগে উঠে আসত বললিউডের নাম। তবে বিগত কয়েকমাসে সেই ছবিটা অনেকটাই পাল্টে গিয়েছে। ভারতীয় সিনেমার জগতে নিজের স্থান একেবারে শীর্যে তুলে ধরেছে দক্ষিণী ইন্ডাস্ট্রি (South FIlm Industry)। উদাহরণ স্বরূপ ‘পুষ্পা’ (Pushpa) ছবিটি বলিউডে দুর্দান্ত ব্যবসা করেছে। ছবিতে দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনকে (Allu Arjun) দেখা গিয়েছে।
পুষ্পা এর প্রথম পর্ব দ্য রাইজ হিন্দি ইন্ডাস্ট্রিতে দুর্দান্ত ফল করেছে। ছবিটি তৈরির বাজেই ছিল ১৯৪ কোটি, তবে প্রায় তিনগুণ বা ৩৬০ কোটির ব্যবসা করেছে ছবিটি। তবে চরম উত্তেজনা নিয়েই শেষ হয়েছে পুষ্পা। তারপর থেকেই দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষায় রয়েছে দর্শকেরা। আর এবার দ্বিতীয় পর্ব যে আরও বেশি বিনোদন দিতে চলেছে দর্শকদের সেটার ইঙ্গিত মিলছে স্পষ্ট।
পুস্পা ছবির সিক্যুয়েল বা ‘পুষ্পা ২’ (Pushpa 2) নিয়ে ইতিমধ্যেই হাজারো খবর মিলছে। তবে গুজবের ভিড়ে এবার এক চমকে দেওয়ার মত খবর মিলেছে। জানা যাচ্ছে ইতিমধ্যেই ছবির চিত্রনাট্য লেখার কাজ শেষ হয়ে গিয়েছে। এমনকি শুটিংও নাকি শুরু হতে চলেছে আগামী কয়েক মাসের মধ্যেই। আর প্রথম পর্বের জন্য ১৯৪ কোটি বাজেট থাকলেও সেটা কয়েকগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে দ্বিতীয় পর্বের জন্য।
সূত্রমতে খবর মিলেছে প্রায় ৪০০ কোটি টাকার বাজেট ধরা হয়েছে পুষ্পা ২ এর জন্য। বলিউডের ছবিকে যেখানে পুষ্পা দিয়েই বাজিমাত করেছিল দক্ষিণী ইন্ডাস্ট্রি। সেখানে এমন বিগ বাজেটের ছবি মানে বলিউডকে আবারো চ্যালেঞ্জ ছুড়ে দিতে চলেছে দক্ষিণী ইন্ডাস্ট্রি।
তবে শুধু এক একটা খবর নয় সাথে রয়েছে আরও একটা চমকে দেওয়ার মত খবর। বলিউডে ভালো ফল করায় শোনা গিয়েছিল কিছু বলি তারকাদের দেখা যেতে পারে পুষ্পা ২ তে তবে সেই সম্ভাবনা নেই বললেই চলে। কারণ বলিউড থেকে কোনো তারকা নিয়ে নয় বরং দক্ষিণী তারকাদের নিয়েই আবারো সুপারহিট ছবি তৈরী করতে চান প্রযোজকেরা। সকলেরই আশা পুষ্পা এর মত পুষ্পা ২ ও ব্যাপক ব্যবসা করবে।