• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

প্রকাশ্যে প্রয়াত অভিনেতা পুনীত রাজকুমারের শেষ ছবি ‘James’ এর ট্রেলার, নিমেষে ভাইরাল হল ভিডিও

গতবছর ২৯ শে অক্টোবর আচমকা মৃত্যু হয় বিখ্যাত কন্নড় অভিনেতা পুনীত কুমারের (Puneeth kumar)। মাত্র ৪৬ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান অভিনেতা। কেবল অভিনেতা বা সেলিব্রিটি ছিলেন না তিনি। দুঃস্থদের জন্য তিনি ছিলেন ভগবান। অভিনেতার প্রয়াত হবার আগে শেষ কাজ করেছিলেন ‘জেমস’ (James) ছবিতে, যেটা পুনীত রাজকুমারের জন্মদিনের দিন অর্থাৎ ১৭ ই মার্চ মুক্তি পেতে চলেছে। আজ ছবির ট্রেলার ভিডিও রিলিজ হল।

ছবির ট্রেলার দেখে বোঝা যাচ্ছে  একটি নিরাপত্তা সংস্থার এজেন্ট হিসাবে অভিনয় করছেন তিনি। ছবিতে তাঁর চরিত্রের নাম হয়েছে সন্তোষ। এক মাফিয়া একটি রকেট ধ্বংস করার জন্য একটা স্কোয়াড খুঁজছিলেন তিনি। যার জন্য একজন খুঁজছিলেন যে ১০০ বন্ধুকে নিয়ে লড়তে যায় না বরং নিজেই একটা বন্ধুক। আর এমনই একটা পাওয়ারফুল চরিত্রে দেখা যাবে। অভিনেতাকে।

   

Puneeth Rajkumar,Puneeth Rajkumar Last Film,Puneeth Rajkumar James,James Trailer,Puneeth Rajkumar film James Trailer,পুনীত রাজকুমার,পুনীত রাজকুমারের শেষ ছবি,জেমস ট্রেলার,James Movie Official Trailer

ট্রেলারে দুর্দান্ত এন্ট্রি দেখানো হয়েছে পুনীত রাজকুমারের। দেখেই বোঝা যাচ্ছে ছবিটি সুপারহিট হতে চলেছে। ছবির গল্প সম্পর্কে বলতে গেলে যেমনটা জানা যাচ্ছে একটি আন্ডার ওয়ার্ল্ডের সাথে জড়িত এই ছবির কাহিনী। ‘জে উইংস’ নিরাপত্তা সংস্থার কর্মী সন্তোষ হটাৎ করেন ডার্ক মার্কেটের সাথে যুক্ত হয়ে পরে। সেখানে দালাল থেকে ব্যবসায়ী ও অপরাধের সিন্ডিকেটের সাথে যুক্ত হয়ে পরে।

Puneeth Rajkumar,Puneeth Rajkumar Last Film,Puneeth Rajkumar James,James Trailer,Puneeth Rajkumar film James Trailer,পুনীত রাজকুমার,পুনীত রাজকুমারের শেষ ছবি,জেমস ট্রেলার,James Movie Official Trailer

ট্রেলারের নিচেই বলে হয়েছে, ছবিটি একটি ড্রামা, আবেগ, দেশভক্তি ও ভরপুর অ্যাকশন প্যাকড বাণিজ্যিক ছবি। ট্রেলারের শুরুতেই দেখা যাচ্ছে একটি উক্তি যাতে লেখা রয়েছে, ‘আবেগ ব্যবসার থেকে বড়’। ট্রেলার ভিডিওটি রিলিজের মাত্র ২ ঘন্টার মধ্যেই দর্শকের সংখ্যার প্রায় ৫০ হাজার ছুঁই ছুঁই।

Puneeth Rajkumar,Puneeth Rajkumar Last Film,Puneeth Rajkumar James,James Trailer,Puneeth Rajkumar film James Trailer,পুনীত রাজকুমার,পুনীত রাজকুমারের শেষ ছবি,জেমস ট্রেলার,James Movie Official Trailer

প্রসঙ্গত, প্রয়াত পুনীত রাজকুমারের জন্মদিনের দিন অর্থাৎ ১৭ ই মার্চ মুক্তির দিন ঘোষণা করা হয়েছে নির্মাতা সংস্থা ধনসু অ্যাকশন এন্টারটেনের পক্ষ থেকে। অভিনেতার শেষ ছবিকে শ্রদ্ধা জানাতে কর্নাটকের সমস্ত ফিল্ম ডিস্ট্রিবিউটররা এই ছবি মুক্তির সময় এক দারুণ উপায়ে সম্মান জ্ঞাপন করতে চলেছেন। ‘জেমস’ মুক্তির এক সপ্তাহ পর্যন্ত অর্থাৎ ১৭ই মার্চ থেকে ২৩শে মার্চ পর্যন্ত শুধুমাত্র ‘জেমস’ কর্নাটকের প্রেক্ষাগৃহে চলবে।’

বলাবাহুল্য, এর চেয়ে বড় সম্মান বোধহয় হয়না। কর্ণাটকের সমস্ত ফিল্ম ডিস্ট্রিবিউটারই এই সিদ্ধান্তে সহমত হয়েছেন। এমনকি তারা জানিয়েছেন পুনীতের গরীব অনুরাগীদের জন্য বিনা পয়সায় দেওয়া হবে টিকিট। এটাই হবে তার জন্য গোটা কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির সম্মান জ্ঞাপন।