• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পাঞ্জাবী বলার কি ছিরি! ‘লাল সিং চাড্ডা’ ছবিতে ভুল উচ্চারণের জেরে আমিরকে একহাত নিলেন অভিনেত্রী

Published on:

Amir Khan Lal Singh Chadda trolled for not spelling Punjabi correctly

বহু বছর পর বড় পর্দায় ফিরছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান(Aamir Khan)। আগস্ট মাসে মুক্তি পেতে চলেছেন আমির অভিনীত ‘লাল সিং চাড্ডা’ (Laal Singh Chaddha)। টম হ্যাঙ্কস অভিনীত ব্লকবাস্টার হলিউড ছবি ‘ফরেস্ট গাম্প’এর হিন্দি রিমেক এটি। বলি সুপারস্টারের স্বপ্নের প্রোজেক্টও বলা যায়। দীর্ঘ ১৫ বছর ধরে ছবির স্বত্ব নেওয়ার চেষ্টা চালিয়েছিলেন তিনি। অবশেষে সফল হন। তবে ছবির ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই বেশ অনেকবার কটাক্ষের শিকার হতে হয়েছে আমিরকে।

‘লাল সিং চাড্ডা’য় আমির এক পাঞ্জাবি শিখের চরিত্রে অভিনয় করেছেন। কিন্তু সেখানেই অভিনেতার পাঞ্জাবি শুনে দর্শকরা বেশ ক্ষুণ্ণ হয়েছেন। ১৫ বছর স্বত্বের জন্য ব্যয় করেছেন, কিন্তু দেড় মাস পাঞ্জাবি শেখার পিছনে ব্যয় করতে পারলেন না তিনি? তুলেছেন এমন প্রশ্নও। তবে এবার শুধু দর্শকরা নন, খোদ পাঞ্জাবি অভিনেত্রী এই বিষয়ে মুখ খুলেছেন এবং প্রকাশ্যেই বলি সুপারস্টারকে একহাত নিয়েছেন।

Laal Singh Chaddha

হিন্দি টেলিভিশন দুনিয়া এবং চলচ্চিত্র দুনিয়ার পরিচিত মুখ সরগুন মেহতা (Sargun Mehta)। তবে এখন তিনি পাঞ্জাবি ইন্ডাস্ট্রিতে নায়িকার ভূমিকায় চুটিয়ে কাজ করছেন। আর সেই অভিনেত্রীই এবার আমিরের পাঞ্জাবি শুনে বিরক্তি প্রকাশ করেছেন। প্রকাশ্যেই বলেছেন বলি সুপারস্টারের পাঞ্জাবি যথেষ্ট নকল লাগছে।

Punjabi actress Sargun Mehta criticised Aamir Khan's Punjabi accent in Laal Singh Chaddha

সম্প্রতি মুম্বই সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় এই বিষয়ে বলেছেন সরগুন। অভিনেত্রীর মতে, ‘আমির খানের পাঞ্জাবি উচ্চারণ আরও অনেক ভালো হওয়া উচিত ছিল। তিনি যে ভাবে ছবিতে কথা বলছেন, শুনতে প্রচণ্ড কৃত্রিম লাগছে’।

Sargun Mehta

তবে এরপর অবশ্য তিনি স্বীকার করে নেন আমির যেটুকু করেছেন সেটা করতেও অনেক পরিশ্রম লাগে এবং উনি সেই পরিশ্রমটা করেছেন। পাশাপাশি সরগুন এও বলেছেন, ‘যদি আমির শুদ্ধ পাঞ্জাবিতে কথা বলতেন, তাহলে অনেকেই বুঝতে পারতেন না। একইভাবে এরপর যদি আমির যদি একটি বাংলা ছবি করেন এবং সেখানে শুদ্ধ বাংলায় কথা বলেন, তাহলেও অনেকের বুঝতে সমস্যা হবে’।

আমির খান অভিনীত ‘লাল সিং চাড্ডা’য় লাল সিংয়ের জীবনের কঠিন লড়াই, ব্যর্থতা, এগিয়ে চলা- সব কিছুই দেখানো হবে। একাধিক চমক রয়েছে এই ছবিতে। আমির, করিনা কাপুর খান অভিনীত এই ছবি আগামী ১১ আগস্ট বড় পর্দায় মুক্তি পাবে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥