• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মায়ের সাথে রুটিবেলার খেলায় মেতেছে ছোট্ট কৃশব, ছবি শেয়ার করলেন অভিনেত্রী পূজা ব্যানার্জী

বাঙালি অভিনেত্রী পূজা ব্যানার্জী (puja banerjee) দর্শকদের কাছে বেশ পরিচিত। বাংলা থেকে শুরু করে হিন্দি সিরিয়ালে নিজের অভিনয়ের দক্ষতা দিয়ে মন জয় করেছেন দর্শকদের। বর্তমানে সিরিয়ালে অভিনয় না করলেও অভিনেত্রীর জনপ্রিয়তা কিন্তু এতটুকুও ফিকে হয়নি। তাছাড়া সিরিয়ালের গন্ডি পেরিয়ে ইতিমধ্যেই পাপ নামের একটি বাংলা ওয়েব সিরিজেও অভিনয় করেছেন অভিনেত্রী। অভিনয়ের সূত্রেই জীবনের প্রিয়জনকে খুঁজে পেয়ে বিয়ে আর বর্তমানে মা হয়ে গিয়েছেন অভিনেত্রী।

প্রথম সিরিয়াল ‘তুঝ সে প্রিত লাগায় সাজনা’ এ অভিনয়ে সময়েই সহ অভিনেতা কুনাল বর্মার সাথে প্রেমের সম্পর্ক তৈরী হয় পূজার। এরপর বেশ কিছুদিন লিভ ইন করতে শুরু করেন দুজনে। শেষে গতবছর লকডাউনেই বিবাহ বন্ধনে অবোধ হবার সিদ্ধান্ত নেন। ধুমধাম করে নয় বরং রেজিস্ট্রি ম্যারেজ করেন পূজা ও কুনাল। বিয়ের পর মা হয়ে গিয়েছেন অভিনেত্রী। পূজার কোল আলো করে এসেছে ছোট্ট কৃশব।

   

পূজা ব্যানার্জী Puja Banerjee Krishab কৃশব

বর্তমানে ছোট্ট সোনাকে নিয়েই দিব্যি দিন কাটছে মা ছেলের। অভিনেত্রী সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয়। লক্ষাধিক দর্শক অনুগামীদের সাথে জীবনের নানা মুহূর্ত ভাগ করে নেন অভিনেত্রী সোশ্যাল মিডিয়াতে। কখনো ছেলে কৃশবের সাথে খুনসুটি তো কখনো খেলার মাতার দৃশ্য শেয়ার করেন ইনস্টাগ্রামে।

পূজা ব্যানার্জী Puja Banerjee Krishab কৃশব

সম্প্রতি ছেলের বেশ কিছু ছবি শেয়ার করেছেন পূজা। ছবিতে একেবারে রাঁধুনির বেশ দেখা যাচ্ছে ছোট্ট কৃশবকে। শেফের জামা পড়ে হাতে বেলনা নিয়ে দকেহা যাচ্ছে ছোট্ট কৃশব কে। ছবিগুলি শেয়ার করে মা পূজা ক্যাপশনে লিখেছেন, ‘ পরিচয় করে নিন নতুন ছোট্ট শেফের সাথে, কৃষ্ণতুলি’।

পূজা ব্যানার্জী Puja Banerjee Krishab কৃশব

ছবিতে কখনো বেলনা হাতে তো কখনো বাচ্চাদের স্বভাব মত মুখে নিতে দেখা যাচ্ছে কৃশবকে। ছোট্ট সোনার এমন কিউট ছবি কি আর কারোর পছন্দ না হয়ে থাকতে পারে! তাই তো ছবিগুলো শেয়ার হবার পরেই ব্যাপক ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। এমনকি কৃশবের ছবিতে কমেন্ট করেছেন টলিউডের অঙ্কুশ ঐন্দ্রিলারাও।

site