• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘মম’ বা ‘মম্মা’ নয় পূজা চান তার ছেলে কৃশিব যেন তাকে ‘মা’ বলেই ডাকতে শেখে!

সবাইকেই কখনো না কখনো শুনতে হয় ‘আগে মা হ তারপর বুঝবি’। মা হওয়ার পর পূজা বুঝেছেন এই কথার সত্যতা। গত ৯ ই অক্টোবর মা হন পূজা ব্যানার্জি (Puja Banerjee), আর দেখতে দেখতে কৃশিবের বয়স এখন ৭ মাস। দিন কয়েক আগেই অন্নপ্রাশন ও হয়েছে খুদের৷ শিব রাত্রির দিনেই কেক কেটে কৃশিবের ৫ মাসের জন্মদিন পালন করেছিলেন পূজা, কুণাল। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার ও করেছিলেন দম্পতি।

এতদিন খুদের সঙ্গে বিভিন্ন মুহূর্তের ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন এই তারকা দম্পতি। এখন ছটফটে ছোট্ট খুদেকে নিয়েই সময় কাটাচ্ছেন অভিনেত্রী। প্রায়শই কৃশিবের বিভিন্ন ছবি ভিডিও পোস্ট করতে দেখা যায় পূজাকে।

   

পূজা ব্যানার্জি,কৃশিব,টলিউড,কুনাল বর্মা,puja Banerjee,krishiv verma,kunal verma,Tollywood,মা,মাদার্স ডে

কৃষ্ণ আর শিবের মিশেলে অভিনেত্রী ছেলের নাম রেখেছিলেন কৃশিব। ছেলে জন্মানোর পর ক্যাপশনে সেই কথা উল্লেখ করে পূজা লেখেন, ‘হরে কৃষ্ণ। ওঁ নমঃ শিবায়। আপনাদের মুখোমুখি আমাদের ছেলে কৃশিব।’

পূজা ব্যানার্জি,কৃশিব,টলিউড,কুনাল বর্মা,puja Banerjee,krishiv verma,kunal verma,Tollywood,মা,মাদার্স ডে

এদিন মাতৃ দিবসে নিজের মা হওয়ার অভিজ্ঞতা শেয়ার করলেন অভিনেত্রী। জানালেন, ছোট্ট কৃশিব মা’কে চিনেছে খুব। অন্য কারোও কোল থেকে পূজাকে দেখলেই মায়ের কাছে আসার জন্য ছটফট করে খুদে। এখনো ‘মা’ ডাকতে শেখেনি একরত্তি, কিন্তু সবসময় যেন কৃশিব শব্দ করলেই পূজা ‘মা’ ডাকই শুনতে পায়।

 

এই অতিমারীর কারণে সমস্তটাই তছনছ হয়ে গিয়েছে। ছোট থেকেই ঘরবন্দী কৃশিব। তবে পূজা-কুণাল সব সময়েই চেষ্টা করেন খুদেকে সময় দেওয়ার। টিভি, বা ভিডিও দেখে নয় কৃশিব খেতে না চাইলে গান গেয়ে কান্না থামান অভিনেত্রী। তিনি চান কৃশিব একটা সুস্থ শৈশব পাক। অভিনেত্রীর আরও একটি ইচ্ছা রয়েছে, তা হল মম বা মম্মা নয় তার সন্তান যেন তাকে ‘মা’ বলে ডাকে।

site