• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অবিকল যেন মায়ের মুখ বসানো! আদরের চাদরে মোড়া পূজা পুত্র কৃশিবের ছবি তুমুল ভাইরাল

গত ৯ই অক্টোবর মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন পূজা ব্যানার্জি ( Puja Banerjee) । করোনার জেরে পূজা কুণাল বার্মা (Kunal Verma) ধুমধাম করে বিয়ের অনুষ্ঠানের পরিকল্পনা ভেস্তে যায়। তাই সদ্য মা বাবা হওয়ায় বেজায় খুশি এই তারকা দম্পতি।

Puja Banerjee Krishiv Verma

   

এতদিন খুদের সঙ্গে বিভিন্ন মুহূর্তের ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন এই তারকা দম্পতি। সদ্য এক মাসের জন্মদিনও উদযাপন হয়েছে পূজা-পুত্রের।

Puja Banerjee Krishiv Verma

সম্প্রতি,ভগবান শিব ও ভগবান কৃষ্ণকে সাক্ষী রেখে পূজা জানালেন তার ছেলের নাম কৃশিব বার্মা (Krishiv Verma)। খুদের সঙ্গে পূজা এবং কুনাল উভয়েই একটি করে সুন্দর মুহুর্তের ছবি শেয়ার করে এই নাম সামনে আনেন। কিন্তু এতদিন পর্যন্ত দফায় দফায় ছেলের ছবি শেয়ার করলেও কখনোই মুখ দেখা যায়নি কৃশিবের।

Puja Banerjee Krishiv Verma পূজা ব্যানার্জি

যেখানে প্রায় কদিন আগেই শুভশ্রীর কোল আলো করে যুবান জন্ম নেওয়ার সাথে সাথেই রাতারাতি সে সেলিব্রিটি, সেখানে পূজা পুত্র কৃশিব ছিলেন প্রচার বিমুখ। জন্মের পর প্রায় দীর্ঘ তিন মাস কৃশিবের কোনোও ছবিই প্রকাশ্যে আনেননি কুণাল পূজা।

Puja Banerjee Krishiv Verma পূজা ব্যানার্জি

কিন্তু আস্তে আস্তে বেড়ে উঠছে খুদে। অবশেষে নিজের ‘জিগার কা টুকরা’ কৃশিবকে প্রকাশ্যে আনলেন অভিনেত্রী। আদরের চাদরে মুড়ে কৃশিবকে কোলে নিয়ে ছবি শেয়ার করলেন পূজা। দেখলে যেন মনে হয় অবিকল পূজা ব্যানার্জিরই মুখ বসানো একরত্তির মুখে। ছবি শেয়ার করতেই নিমেষে তা ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। অবশেষে যুবানের বড় প্রতিদ্বন্দ্বী বোধহয় হাজির হল এমনটাও মনে করছে অনেকেই।