• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

টলি-পাড়ায় খুশির হাওয়া! শুভশ্রীর পর এবার মা হলেন পূজা বন্দোপাধ্যায়

Published on:

ফের টলি-পাড়ায় খুশির হাওয়া। রাজ-শুভশ্রীর পর এবার দুই থেকে তিন হলেন পূজা বন্দোপাধ্যায় ও কুনাল ভর্মা। মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন পূজা। করোনার জেরে পূজা কুনালের ধুমধাম করে বিয়ের অনুষ্ঠানের পরিকল্পনা ভেস্তে যায়। কিন্তু অভিনেত্রী জানান আগেই রেজিস্ট্রি সেরে রেখেছিলেন দম্পতি।

নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে পূজা জানিয়েছিলেন তিনি মা হতে চলেছেন। তারপর বেবিবাম্প নিয়ে নানান ছবি শেয়ার করেছেন অভিনেত্রী৷ তার কয়েকদিন আগেই তার বেবি শাওয়ারের ছবি শেয়ার করে পূজা বন্দোপাধ্যায় ক্যাপশানে লেখেন, “এই একদারুণ অনুভূতি যা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না ৷সবাই আমার প্রথম বেবি শাওয়ারে যা ভালোবাসা দিয়েছে,তাতে আমি অভিভূত৷কুণাল ভার্মা থেকে শুরু করে সবাইকে অনেক ধন্যবাদ”।

https://www.instagram.com/p/CGC96osgiID/?igshid=2t0bvfw59lot

পূজার মা হওয়ার খবর সংবাদ মাধ্যমকে জানিয়ে তার স্বামী কুনাল ভর্মা জানান, মা এবং সন্তান উভয়েই সুস্থ রয়েছেন। যদিও এখনো সদ্যজাতের ছবি সামনে আনেননি দম্পতি। ইতিমধ্যেই, বহু মানুষের শুভেচ্ছা এবং আশীষে ভরে গেছে সেলিব্রিটি দম্পতির ওয়াল। বাংলার পাশাপাশি হিন্দি, তেলেগু, নেপালি সিনেমাতেও চুটিয়ে অভিনয় করেছেন পূজা। কিন্তু এখন কদিন এই অভিনয়ের জগত থেকে ছুটি নিয়ে মা হওয়ার খুশিতে ভেসেছেন অভিনেত্রী পূজা বন্দোপাধ্যায়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥