• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পাবজী প্রেমীদের জন্য সুখবর! ভারতে ফিরছে PUBG Mobile সামনে এল প্রথম টিজার

ভারতে ব্যান হবার পর থেকেই PUBG Mobile নিয়ে নানা সময় নানান জল্পনা হয়েছে। কখনো রিলিয়ান্সের সাথে টাই আপ তো কখনো আরো নানান সমস্ত কোম্পানি। তবে এবার দীপাবলিতে ব্যাটেল-রয়্যাল প্রেমীদের জন্য দেওয়ালি ধামাকা নিয়ে হাজির হয়েছে PUBG India। বিগত কিছুদিন যাবৎ সোশ্যাল মিডিয়াতে জল্পনা তুঙ্গে রয়েছে, ভারতে ফিরতে চলেছে PUBG Mobile গেমটি। এই নিয়ে TechCrunch নামক এক টেক  নিউজ পোর্টাল কিছু  সপ্তাহ আগেই একটা ইঙ্গিত দিয়েছিল। TechCrunch এর মতে, দেওয়ালিতে নিষিদ্ধ হওয়া PUBG Mobile নতুন চমক  দিতে পারে। এই খবরের পর থেকে জল্পনা অরে বেড়ে যায়, তবে কি দেয়ালিতে ভারতে ফিরছে PUBG Mobile?

এবার সত্যি সত্যিই গেমারদের জন্য খুশির খবর নিয়ে হাজির হয়েছে PUBG। সংস্থাটি তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ইনস্টাগ্রামে একটি নতুন টিজার ভিডিও প্রকাশ করেছে। সেখানে ৩ জন জনপ্রিয় PUBG গেমার যারা লাইভ স্ট্রিম করেন তাদের দেখা যাচ্ছে। তারা হলেন জোনাথান (Jonathan), ক্রোনটেন (Kronten) আর  ডায়নামো (Dynamo) এরা তিন জনেই PUBG লাইভ স্ট্রিমিং এর জন্য বেশ জনপ্রিয়। ভিডিওতে তিনজনকেই উদাস হয়ে বসে থাকতে দেখা যাচ্ছে। সাথে গেমের উত্তেজনা  ও আনন্দ সবাই মিস করছে কিনা প্রশ্নটিও দেখা যাচ্ছে ভিডিওতে। মাত্র ২১ সেকেন্ডের এই ভিডিওটির ক্যাপশনে রয়েছে ‘একেবারে নতুন রূপে PUBG Mobile India আসছে খুব শীঘ্রই’!

   

https://twitter.com/PUBGIndiaGame/status/1327506670675582978

ব্যান হবার পর থেকে শুরু করে এতদিন যারা ভাবছিলেন আদৌ PUBG ফিরবে কিনা তাদের জন্য এই পোস্টটি একেবারে দ্বিধা কাটিয়ে দিল। এবছর দীপাবলিতে গেমারদের মনে খুশি আলোয় যে ঝলমল করছে তা আর বলার অপেক্ষা রাখে না। তবে কবে আর কিভাবে PUBG Mobile ভারতে ফিরছে সেব্যাপারে এখনো কিছু জানা যায়নি। আশা করা হচ্ছে খুব শীঘ্রই এবিষয়ে জানানো হবে কোম্পানির তরফ থেকে।

site