সুখবর! সরকারি চাকরি প্রার্থীদের জন্য সুখবর! করোনা মহামারীকালে সরকারি চাকরির পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ সম্ভাব্য তারিখ ঘোষণা করল পাবলিক সার্ভিস কমিশন বা PSC । করোনা মহামারীর জেরে বহু পরীক্ষা বাতিল হয়েছে। সেই সমস্ত বাতিল পরীক্ষা গুলির বেশির ভাগই স্থগিত হয়ে পরে রয়েছে। এবার সেই সমস্ত পরীক্ষার্থীদের খানিকটা স্বস্তি দিয়ে পিএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখের তালিকা প্রকাশ করল।
প্রসঙ্গত, অক্টোবর মাসে, পিএসসি একটি পরীক্ষা নিয়েছে, সেটি হল জুডিশিয়াল সার্ভিসের পরীক্ষা প্রিলী (Judicial Services Preli)। এছাড়াও ক্লার্কশিপ পরীক্ষা (Clarkship Examination), ডাব্লিউবিসিএস (WBSC) পরীক্ষা ও মিসলেনিয়াস পরীক্ষার (Miscellaneous Exam) ফল ইতিমধ্যেই প্রকাশ করেছে পিএসসি। এবার বাকি থাকা পরীক্ষাগুলির সম্ভাব্য তারিখ গুলি ঘোষণা করলে পিএসসি।এর আগে মেইনস, ক্লার্কশিপ পার্ট – ২ (Clarkship Examination Part – 2) , ইত্যাদি গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলির তারিখ ঘোষণা করা হয়েছিল। কিন্তু লকডাউন ও ট্রেন, গণ পরিবহন মাধ্যম বন্ধ থাকায় পরীক্ষার্থীদের সুবিধার্থে পরীক্ষাগুলি স্থগিত রাখা হয়েছিল।
এবার ক্লার্কশিপ পার্ট – ২ এর পরীক্ষার সময়সূচি জানানো হয়েছে। জানা যাচ্ছে আগামী ৬ই ডিসেম্বর পরীক্ষার দিন নির্ধারিত হয়েছে। এর পাশাপাশি আইইসিডিএস কেন্দ্র সুপারভাইজার নিয়োগের প্রধান পরীক্ষা মেইন বাকি আছে, সেই পরীক্ষার জন্য ১২ ও ১৩ই ডিসেম্বর তারিখ ঘোষিত হয়েছে। কিন্তু, এখানেও অনিশ্চয়তা থেকেই যাচ্ছে! কারণ গণপরিবহন বা ট্রেন কোনোটিই এখনো পর্যন্ত স্বাভাবিক ছন্দে ফেরেনি। আগামী মাসে বা পরীক্ষার আগে যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে তা এখনো নিশ্চিত রূপে বলা অসম্ভব। পরীক্ষা হলেও আইসিডিএস এর ক্ষেত্রে নিয়োগ পক্রিয়া আগামী বছর পর্যন্ত স্থগিত থাকবে।
এই দুই পরীক্ষা ছাড়া মিসলেনিয়াস মেইন ও ডাব্লিউবিসিএস পরীক্ষার মেইন পরীক্ষা আগামী বছর নেওয়া হবে বলে জানানো হয়েছে। এগুলি ছাড়াও নভেম্বরের শেষে কিছু পরীক্ষার সূচি ঘোষিত হয়েছে। তবে ওই পরীক্ষাগুলিতে পরীক্ষার্থীর সংখ্যা তুলনামূলক ভাবে অনেক কম।