দীর্ঘ ৪ বছরের অপেক্ষা শেষে নায়ক হিসেবে কামব্যাক করছেন শাহরুখ খান (Shah Rukh Khan)। আর মাত্র হাতে গোনা কয়েকদিন পরই মুক্তি পাবে ‘পাঠান’ (Pathaan)। তবে ছবি রিলিজের দিন যত এগোচ্ছে, ততই ঘন হচ্ছে বিতর্কের কালো মেঘ। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বয়কটের ডাক উঠেছে। এবার মাল্টিপ্লেক্সেও শুরু হয়ে গেল বিক্ষোভ।
বুধবার গুজরাটের আহমেদাবাদের একটি মলের মাল্টিপ্লেক্সে ‘পাঠান’এর পোস্টার ছিঁড়ে ভাঙচুর করে বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরঙ্গ দলের সদস্যরা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছে, সেখানেই দেখা গিয়েছে এই দৃশ্য।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিওয় দেখা যাচ্ছে, আহমেদাবাদের বস্ত্রাপুর এলাকার একটি মলে ঢুকে পড়ে বজরঙ্গ দল এবং বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা। সেখানে থাকা মাল্টিপ্লেক্সে লাগানো ছিল শাহরুখ-দীপিকার ‘পাঠান’এর পোস্টার এবং হোর্ডিং। ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতে দিতে সেগুলিকে উপড়ে ফেলে তাঁরা। ভাইরাল হওয়া ভিডিওয় একজন বিক্ষোভকারীর হাতে গদাও দেখা গিয়েছে।
শপিং মলের মাল্টিপ্লেক্সে চলতে থাকা এই বিক্ষোভের খবর পেয়ে সেখানে পুলিশ উপস্থিত হয়। জানা যায়, ৫ জন কর্মীকে আটক করা হয়। পরে অবশ্য তাঁদের ছেড়েও দেওয়া হয়েছে। বিশ্ব হিন্দু পরিষদের গুজরাট শাখার তরফ থেকে জানানো হয়েছে, তাঁদের রাজ্যে ‘পাঠান’ প্রদর্শনের অনুমতি দেওয়া হবে না।
বিশ্ব হিন্দু পরিষদের গুজরাট শাখার মুখপাত্র হিতেন্দ্র সিং রাজপুত গতকালের ঘটনার পরিপ্রেক্ষিতে বলেন, আমরা গুজরাটে ‘পাঠান’ স্ক্রিনিংয়ের অনুমতি দেব না। আজকের এই ঘটনার মাধ্যমে সকল হল মালিককে সতর্ক করে দেওয়া হল।
#WATCH | Gujarat | Bajrang Dal workers protest against the promotion of Shah Rukh Khan’s movie ‘Pathaan’ at a mall in the Karnavati area of Ahmedabad (04.01)
(Video source: Bajrang Dal Gujarat’s Twitter handle) pic.twitter.com/NelX45R9h7
— ANI (@ANI) January 5, 2023
প্রসঙ্গত, আগামী ২৫ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’। শাহরুখ-দীপিকা ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন জন আব্রাহাম। তাঁকে খলনায়কের চরিত্রে দেখা যাবে। আগামী ১০ জানুয়ারি রিলিজ করবে ‘পাঠান’এর ট্রেলার। জানা গিয়েছে, সেন্সর বোর্ডের তরফ থেকে ছবিতে এবং ছবিটির গানে একাধিক কাটের নির্দেশ দেওয়া হয়েছে। তবে জনপ্রিয় ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ জানিয়েছেন, ছবির নাম বদলানো হবে না।