• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শুটিং ফ্লোরে ভরপুর গালাগালি! নতুন ছবিতে চরম অপমানিত ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ

Published on:

Prosenjit Chatterjee Upcoming Flim Prosenjit Weds Rituparna

বাংলা ছবির (Tollywood) কথা বলতে গেলে যার নাম না নিলেই নয় তিনি হলেই টলিউডের ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চ্যাটার্জী (Prosenjit Chaterjee)। উত্তম কুমারের পরবর্তীকালে বাংলা ছবিকে দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয় করে দিনের পর দিন সিনেমা হল হাউসফুল করতে প্রসেনজিতের অবদান রয়েছেন অনেকটাই। এমন অনেকেই রয়েছেন যারা অভিনেতার ছবি দেখেই বড় হয়েছেন। কিন্তু তিন দশকের বেশি দর্শকদের মন জিতে শেষে কি না ছবিতে ভরপুর গালাগালি খেলেন তিনি!

প্রথম যখন টলিউডে পা রাখেন ‘বুম্বা দা’ তখন প্রসেনজিৎ নয় ‘পোয়েনজিৎ’ নামে বেশি খ্যাতি পেয়েছিলেন তিনি। কথা বলার স্টাইলে থেকে হাঁটার ভঙ্গিমা এমনকি পোশাক থেকে চুলের কাটিং সবই মনে ধরেছিল দর্শকদের। একপ্রকার সেযুগের ফ্যাশন আইকন হয়ে গিয়েছিলেন প্রসেনজিৎ। তিন দশক পেরিয়ে আজও তাঁর জনপ্রিয়তা কিন্তু একই রয়ে গিয়েছে। তবে এযুগে ট্রোলিং বা মিম থেকে নিস্তার পাননি প্রসেনজিৎ।

Prosenjit Weds Rituparna,Prosenjit Chatterjee,Ritpurapna Sengupta,Ipshita Mukherjee,Rishab Basu,প্রসেনজিৎ চ্যাটার্জী,প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা,বাংলা সিনেমা,প্রসেনজিৎকে গালাগালি

তবে সময়ের সাথে সাথে নিজেকে আপডেট করে ফেলেছেন অভিনেতা। অভিনয়ের পাশাপাশি হাসি ঠাট্টাতেও বেশ পটু হয়ে গিয়েছেন তিনি। একপ্রকার স্ট্যান্ডআপ কমেডিয়ান ও বলা যেতে পারে। হটাৎ কেন এ কথা? কারণ সম্প্রতি নিজের আগামী ছবি নিয়ে করা তাঁর বক্তব্য রীতিমত ভাইরাল হয়ে গিয়েছে।

শীঘ্রই মুক্তি পেতে চলেছে সম্রাট শর্মা পরিচালিত প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা’ (Prosenjit Weds Rituparna)। শ্বশুরবাড়ি জিন্দাবাদ এর পর আবারো একসাথে দেখা যাবে আইকনিক এই জুটিকে। গতকাল অর্থাৎ বুধবারই ছবির ট্রেলার মুক্তি পেয়েছে। এদিন ট্রেলার মুক্তির অনুষ্ঠানে হাজির ছিলেন প্রসেনজিৎ ও ছবির নায়িকা ঈপ্সিতা মুখার্জী। সেখানে সাক্ষৎকারে নানা কথার মাঝে প্রসেনজিৎ বলেন, ভীষণভাবে গালাগাল করা হয়েছে তাকে! ট্রেলারেও অবশ্য তা দেখা গিয়েছে। আর এই কারণেই শুটিংয়ের সময় নাকি রীতিমত লজ্জায় পরে গিয়েছিলেন সকলে।

Prosenjit Chatterjee in Prosenjit Weds Rituparna

তবে আসলে ব্যাপরটা কিন্তু আগে থেকেই জানতেন প্রসেনজিৎ। ছবির স্ক্রিপ্ট অনুযায়ী এমন বেশ কিছু দৃশ্য রয়েছে। আসলে রোমান্টিক কমেডির ওপর তৈরী এই ছবিতে একটু নতুন করে তুলে ধরতে চেয়েছেন পরিচালক। তবে নাম দেখে ভিরমি খাবেন না, ছবির আসল নায়ক নায়িকা কিন্তু প্রসেনজিৎ-ঋতুপর্ণা নন। বরং তাঁরা ঈপ্সিতা ও ঋষভের মা বাবার চরিত্রে অভিনয় করবেন। আর মজার চলে নায়ক ও নায়িকার নাম রাখা হয়েছে ঋতুপর্ণা-প্রসেনজিৎ।

ছবির কাহিনী অনুযায়ী নায়িকা প্রসেনজিতের ফ্যান। স্বপ্ন ছিল তাকেই বিয়ে করার কিন্তু সেটা আর হয়নি। তাই শেষমেশবাড়ির লোক ধরে বিয়ে দেয় প্রসেনজিৎ নামেরই এক ছেলের সাথে। বিয়ের পরেও অন্য কারোর স্ত্রী হতে রাজিনী নায়িকা। যা দেখে খোঁচে বোমা নায়ক। আর তখনই অশ্রাব্য গালি গালাছ বকেছে বুম্বাদার নামে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥