‘মহানায়ক’ হয়ে ওঠা একেবারেই সহজ নয়। ওমন চাহনি, ভুবন ভোলানো হাসি আর দুর্দান্ত অভিনয় ক্ষমতা সকলের থাকে না। সেই জন্যই তো বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি এখনও পর্যন্ত দ্বিতীয় ‘মহানায়ক’ পায়নি। তবে ‘মহানায়ক’এর (Mahanayak) চরিত্রে পর্দায় হাজির হয়েছেন অনেক অভিনেতা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে যীশু সেনগুপ্ত- পর্দার ‘মহানায়ক’দের তালিকা কিন্তু নেহাত কম নয়। আজকের প্রতিবেদনে পর্দায় উত্তম কুমারের (Uttam Kumar) চরিত্রে অভিনয় করা অভিনেতাদের নাম তুলে ধরা হল।
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) – তালিকার প্রথম নামটিই হল ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ’এর। উত্তম কুমারের জীবনীর ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল ‘মহানায়ক’ ধারাবাহিকটি। সেখানে অভিনেতার ব্যক্তিগত জীবন থেকে সিনে কেরিয়ার- সব কিছুই খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছিল। আর এই ধারাবাহিকেই প্রিয় ‘উত্তম জেঠু’র চরিত্রে অভিনয় করেছিলেন বুম্বাদা।
সুজন মুখোপাধ্যায় (Sujan Mukherjee) – উত্তম কুমার হিসেবে পর্দায় দেখা গিয়েছে জনপ্রিয় অভিনেতা সুজন নীল মুখোপাধ্যায়কেও। ‘যেতে নাহি দিব’ ডকু ফিচারে ‘মহানায়ক’এর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। পরনে সাদা পাঞ্জাবি থেকে চুলের স্টাইল- উত্তম কুমার হয়ে উঠতে কোনও খামতি রাখেন সুজন।
যীশু সেনগুপ্ত (Jisshu Sengupta) – ‘মহালয়া’ সিনেমায় উত্তম কুমারের চরিত্রে অভিনয় করেছিলেন যীশু। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের আওয়াজ ছাড়া বাঙালির মহালয়া শুরু হয় না। অথচ একদিন স্বয়ং ‘মহানায়ক’ মহালয়া রেকর্ড করেছিলেন। এই ঘটনা নিয়েই তৈরি হয়েছিল ‘মহালয়া’ ছবিটি।
গৌরব চট্টোপাধ্যায় (Gourab Chatterjee) – তালিকায় নাম রয়েছে মহানায়ক উত্তম কুমারের নাতি তথা জনপ্রিয় অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়ের। সৃজিত মুখোপাধ্যায়ের ‘অতি উত্তম’ ছবিতে অভিনয় করেছিলেন তিনি। একজন উত্তম গবেষকের ওপর ভিত্তি করে তৈরি এই সিনেমা। মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন গৌরব।
শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee) – তালিকায় নাম রয়েছে নামী অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়েরও। অতনু বসুর ‘অচেনা উত্তম’ ছবিতে উত্তম কুমারের চরিত্রে দেখা গিয়েছে তাঁকে।
এই সিনেমায় ‘মহানায়ক’এর প্রেম-ভালোবাসা, পাওয়া-না পাওয়া- দাম্পত্য কলহের দিকগুলি তুলে ধরা হয়েছে। অভিনেতার আড়ালে থাকা ‘অচেনা’ উত্তম কুমারকে পর্দায় ফুটিয়ে তুলেছেন শাশ্বত।