জীবনে প্রতিটা মুহূর্তেই শিক্ষার (Education) প্রয়োজন হয়। সেই কারণেই ছোট বেলায় শিক্ষার ওপর জোর দেওয়া হয়। অতিসাধারণ থেকে তারকা প্রত্যেকেরই শিক্ষিত হওয়া উচিত। যদিও এই ব্যাপারে বিনোদন জগতে খুব একটা ঘাড় পাতা হয় না, তবে প্রিয় তারকাদের খুঁটিনাটি তথ্য জানতে ভক্তদের ও নেটিজেনদের আগ্রহের শেষ থাকে না। তাই আজ টলিউডের জনপ্রিয় অভিনেতাদের শিক্ষাগত যোগ্যতার (Tollywood Actors Educational Qualification) তালিকা নিয়ে হাজির হয়েছি।
বর্তমানে টলিউড ইন্ডাস্ট্রিতে যে সমস্ত তারকারা রয়েছেন তাদের কথা বলতে গেলে সবার প্রথমেই উঠে আসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) নামটা। এছাড়া দেব (Dev), জিৎ (Jeet) থেকে শুরু করে আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee), অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya) সহ আরও অনেক নাম রয়েছে তালিকায়। কিন্তু অভিনয়ে হিট হলেও কার পড়াশোনার দৌড় কতদূর? আজ সেই তালিকাই নিয়ে হাজির হয়েছি আপনাদের জন্য।
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় : টলিউডের ইন্ডাস্ট্রি তিনি, বুম্বাদা নামেও পরিচিত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বিগত কয়েক দশক ধরে অভিনয় করে চলেছেন তিনি। তবে অভিনয়ের দক্ষতার পাশাপাশি পড়াশোনাতেও কোনঅংশে কম যান না। সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে স্নাতক হয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
দেব : টলিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়কদের কথা বলতে গেলে দেবের কথা বলতেই হয়। অভিনেতার আসল নাম দীপক অধিকারী, নিজের একাধিক সিনেমা দিয়ে দর্শকদের মন জয় করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও রয়েছেন দেব। তাঁর ঝুলিতে রয়েছে ‘মহানায়ক’ পুরস্কার। জানা যায় পুনের ভারতীয় বিদ্যাপীঠ থেকে কম্পিউটার সাইন্সের ডিগ্রি রয়েছে তাঁর।
জিৎ : টলিউডের আরও এক হ্যান্ডসাম হাঙ্ক হলেন জিৎ। অবাঙালি হলেও বাংলা ইন্ডাস্ট্রিতে জিৎ এর সিনেমা মানেই একপ্রকার সুপারহিট। অভিনেতা ভবানীপুর এডুকেশন সোসাইটি থেকে স্নাতক হয়েছেন।
আবির চট্টোপাধ্যায় : অভিনেতাদের মধ্যে বাংলার ক্রাশ কে জিজ্ঞাসা করলে সবার আগে উত্তর মিলবে আবির চট্টোপাধ্যয়। প্রতিটা ছবিতে নিজের অভিনয়ের দক্ষতা ফুটিয়ে তুলেছেন তিনি। এছাড়াও সঞ্চালনাতেও বেশ জনপ্রিয়তা রয়েছে তাঁর। অভিনেতা গোয়েঙ্কা কলেজ অফ কমার্স অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন কলেজ থেকে এমবিএ করেছেন।
অনির্বাণ ভট্টাচার্য : টলিউডের আরেক ভার্সেটাইল ও জনপ্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। অভিনেতা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে থিয়েটারে স্নাতকোত্তর বাশ করেছেন। ব্যোমকেশ ওয়েব সিরিজেও তাঁর জনপ্রিয়তা দারুন।
অঙ্কুশ হাজরা : টলিউডের হিরোদের কথা উঠলে মজাদার সাথে ট্যালেন্টেড অভিনেতা অঙ্কুশ হাজরার (Ankush Hazra) কথা বলতেই হয়। রুপোলি পর্দা হোক বা টেলিভিশন সর্বত্রই সমান জনপ্রিয়তা রয়েছে তাঁর। অভিনেতা স্নাতক পাশ করেছেন হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজ থেকে।
রুদ্রনীল ঘোষ : দীর্ঘদিন ধরে টলিউড ইন্ডাস্ট্রির সাথে যুক্ত রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)। অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় তিনি। অভিনেতা নরসিংহ দত্ত কলেজ থেকে বিএসসি পাশ করেছেন।
যশ দাসগুপ্ত : একসময় বোঝে না সে বোঝে না সিরিয়ালের দৌলতে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন যশ দাসগুপ্ত (Yash Dasgupta)। পরে টলিউডের হিরো হয়ে গিয়েছেন। কিছুদিন আগেই ‘চিনে বাদাম’ ছবির জেরে বিতর্কে নাম জড়িয়েছিল অভিনেতার। জানা যায় অভিনেতা সিবিএসসি বোর্ডে মাধ্যমিক পাশ করেছেন।