• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নাবালিকা রেখাকে জোর করে চুমু! প্রসেনজিৎ এর বাবা বিশ্বজিতের কীর্তিতে চোখে জল এসেছিল অভিনেত্রীর

Published on:

রেখা,বিশ্বজিৎ চট্টোপাধ্যায়,প্রসেনজিৎ চট্টোপাধ্যায়,Prosenjit Chatterjee,Biswajit Chatterjee,Rekha,Bollywood Gossip,Casting Couch,Prosenjit father Biswajit Chatterjee kissed Rekha forcefully at age of 15

আজকাল ফিল্মি ইন্ডাস্ট্রিতে একটা শব্দ বেশ পরিচিত, সেটা হল কাস্টিং কাউচ (Casting Couch)। টলিউড থেকে বলিউড সর্বত্রই রয়েছে জোর করে চুমু খাওয়া থেকে শারীরিক ও মানসিক নির্যাতন এমনকি কাস্টিংয়ের কাউচের ঘটনা। একসময় এই ধরণের ঘটনা ধামাচাপা পরে যেত কিন্তু বর্তমান যুগে একে একে মুখ হুলেছেন অনেকেই। যার জেরে বহু পুরোনো দিনের কাস্টিং কাউচের ঘটনাও প্রকাশ্যে এসেছে। এমনই একটি হল বলিউডের সুন্দরী অভিনেত্রী রেখার (Rekha) কাহিনী।

রেখাকে নিয়ে বিটাউন থেকে শুরু করে ইন্ডাস্ট্রিতে অনেক কিছুই শোনা যায়। তবে প্রত্যেকের মত অভিনেত্রীর না নিজস্ব কিছু কাহিনী রয়েছে যেটা তিনি ‘Rekha: The Untold Story’ নামক বইয়ের মধ্যে দিয়ে শেয়ার করেছেন। ছোট বেলাতেই ক্যামেরার সামনেই হেনস্থার শিকার হয়েছিলেন রেখা। অপ্রীতিকর সেই ঘটনা সম্পর্কে হয়তো অনেকেই এখনো অজানা।

রেখা,বিশ্বজিৎ চট্টোপাধ্যায়,প্রসেনজিৎ চট্টোপাধ্যায়,Prosenjit Chatterjee,Biswajit Chatterjee,Rekha,Bollywood Gossip,Casting Couch,Prosenjit father Biswajit Chatterjee kissed Rekha forcefully at age of 15

সময়টা ছিল ১৯৬৯ সাল, রেখা তখন অনেকটাই ছোট, আজকের ভাষায় বলতে গেলে নাবালিকা। সেই সময়কার জনপ্রিয় অভিনেতা ছিলেন বর্তমানের বুম্বা দা অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাবা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। মূলত বাংলা ছবিতে অভিনয় করলেও দুর্দান্ত অভিনয়ের জন্য ব্যাপক জনপ্রিয় ছিলেন তিনি। সেবছর রেখার সাথে পরিচালক কুলজিৎ পালের ‘আনজানা সফর (Anjaana Safar)’ ছবিতে অভিনয় করেছিলেন বিশ্বজিৎ চট্টোপাধ্যায়।

রেখা,বিশ্বজিৎ চট্টোপাধ্যায়,প্রসেনজিৎ চট্টোপাধ্যায়,Prosenjit Chatterjee,Biswajit Chatterjee,Rekha,Bollywood Gossip,Casting Couch,Prosenjit father Biswajit Chatterjee kissed Rekha forcefully at age of 15

রেখার লেখা বই থেকে জানা যায়, ছবিটি শুটিং হয়েছিল বোম্বের মেহবুব স্টুডিওতে। ছবির রোমান্টিক শুটিং চলাকালীন পরিচালক অ্যাকশন বলা মাত্রই রেখাকে কাছে টেনে নিয়ে ঠোঁটে চুম্বন করতে থাকেন বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। যদিও এই বিন্দুমাত্র আগে থেকে জানা ছিল না অভিনেত্রী। সাথে সাথেই চমকে উঠেছিলেন রেখা।

রেখা,বিশ্বজিৎ চট্টোপাধ্যায়,প্রসেনজিৎ চট্টোপাধ্যায়,Prosenjit Chatterjee,Biswajit Chatterjee,Rekha,Bollywood Gossip,Casting Couch,Prosenjit father Biswajit Chatterjee kissed Rekha forcefully at age of 15

প্রায় ৫ মিনিট মত চলে চুম্বনের এই দৃশ্য, মাঝে ‘কাট’ পর্যন্ত বলেননি পরিচালক। হটাৎ করে চোখের সামনে এই দৃশ্য দেখে ক্যামেরাম্যান থেকে ক্যামেরার পিছনের কর্মীরাও চমকে গিয়েছিলেন। হটাৎ করেই এভাবে চুমু খাবার ঘটনা সত্যিই বড় অশ্লীল ও সেই সময় ভয় পেয়ে গিয়েছিলেন রেখা। এমনটাই তিনি লিখেছেন নিজের জীবনকাহিনিতে।

সেই ভয়ংকর অনুভূতির পর লজ্জায় চোখের কোন দিয়ে জল পর্যন্ত বেরিয়ে গিয়েছিল অভিনেত্রীর। ছবির শুটিং ১৯৬৯ সালেই শেষ হয়েছিল কিন্তু মুক্তি পায়নি। সেই এমন একটা চুম্বনের দৃশ্য থাকায় সেন্সর বোর্ডে আটকে যায় ছবিটি। এর প্রায় ১০ বছর পর ১৯৭৯ সালে নাম পাল্টে ‘দো শিকারী (Do Shikaari)’ নামে রিলিজ হয় ছবিটি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥