• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পছন্দের তারকার সাত দেখা করতে চান? রইল প্রসেনজিৎ, কোয়েল সহ ৫ টলিউডে স্টারের বাড়ির ঠিকানা

Updated on:

Prosenjit Chatterjee to Koel Mallick heres 5 tollywood star house address list

বলিউড হোক কিংবা টলিউড তারকাদের (Tollywood Celebrities)ব্যক্তিগত জীবন নিয়ে কৌতুহলের অন্ত নেই দর্শকদের। কে কি করছেন, কোথায় যাচ্ছেন, কি পারছেন সব খুঁটিনাটি বিষয়েই সমস্ত আপডেট নখ দর্পনে ভক্তদের। তেমনই শহর কলকাতার বুকে ছড়িয়ে ছিটিয়ে থাকা তারকাদের বাড়ি কোথায় কিংবা বাড়ির ঠিকানাই বা কি তা জানার আগ্রহ রয়েছে অনেকেরই।  আজ বংট্রেন্ডের পাতায় তুলে ধরা হল বাংলা ইন্ডাস্ট্রির এমনই পরিচিত কয়েকজন অভিনেতা অভিনেত্রীর বাসভবনের নাম ঠিকানা।

১)অপর্ণা সেন (Aparna Sen) : বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তো বটেই পাশাপাশি সফল মহিলা পরিচালকের কথা উঠলে সবার প্রথমে একজনেরই নাম।  তিনি হলেন অপর্ণা সেন। স্বনামধন্য এই তারকার  বাড়ির হদিশ পেতে হলে রুবি হাসপাতালকে বামদিকে রেখে সোজা হেঁটে আসলে যে মোড়টা পড়বে, সেই মোড়টা দিয়ে বামদিকে যেতে হবে। তাহলেই পড়বে আরবানা। এরপর আরবানা থেকে কসবার রাস্তা ধরেই সোজা চলে আসলেই পাওয়া যাবে দারুন সুন্দর পেল্লাই একটি বিল্ডিং। আর এই আবাসনেই থাকেন বাংলা ইন্ডাস্ট্রির কিংবদন্তি অভিনেত্রী তথা পরিচালক অপর্ণা সেন।

অপর্ণা সেন,Aparna Sen,প্রসেনজিৎ চ্যাটার্জী,Prosenjit Chatterjee,চিরঞ্জিত চক্রবর্তী,Chiranjit Chakraborty,কৌশানি মুখার্জী,Kaushani Mukherjee,Koel Mallick,Koel Mallick House Address,Prosenjit Chatterjee Address,Tollywood Celebrities House address,Kaushani Mukherjee address,Living address of Tollywood celebrities

২) প্রসেনজিৎ চ্যাটার্জী (Prosenjit Chatterjee) : প্রসেনজিৎ চ্যাটার্জী, নামটাই  যথেষ্ট। গোটা টলিউডের কাছে তিনি হলেন অলিখিত অভিভাবক। অনেকের কাছে তিনিই ইন্ডাস্ট্রি। তাই কলকাতাবাসী হয়ে এই বাংলার এই সুপারস্টারের বাড়ির ঠিকানার আগ্রহ রয়েছে কমবেশি সকলেরই। জানা যায় বালিগঞ্জ ফাঁড়িতে অবস্থিত এই প্রিয় তারকার বাড়ির নাম উৎসব।

অপর্ণা সেন,Aparna Sen,প্রসেনজিৎ চ্যাটার্জী,Prosenjit Chatterjee,চিরঞ্জিত চক্রবর্তী,Chiranjit Chakraborty,কৌশানি মুখার্জী,Kaushani Mukherjee,Koel Mallick,Koel Mallick House Address,Prosenjit Chatterjee Address,Tollywood Celebrities House address,Kaushani Mukherjee address,Living address of Tollywood celebrities

সেখানে পৌঁছানোর জন্য বিড়লা মন্দিরের বাসস্টপে নেমে,বিরল মন্দিরকে ডানদিকে রেখে বামদিকের ফুটপাত ধরে বালিগঞ্জ ফাঁড়ির দিকে এগিয়ে আসলে প্রথমেই পড়বে একটি পেট্রোল পাম্প,সেখান থেকে আরেকটু  এগিয়ে আসলেই পড়বে একটি ছোট মন্দির। সেই মন্দিরের পাশেই অবস্থিত সকলের প্রিয় বুম্বাদা অর্থাৎ প্রসেনজিৎ চ্যাটার্জীর বাড়ি উৎসব। জানা যায় অভিনেতার বাড়ির এই নামটি দিয়েছিলেন বিখ্যাত পরিচালক ঋতুপর্ণ ঘোষ।

৩) কোয়েল মল্লিক (Koel Mallick) : টলিউড সেলিব্রেটিদের এই তালিকায় রয়েছেন টলি কুইন কোয়েল মল্লিকও। এই সুন্দরী অভিনেত্রীর বাড়ির হদিশ পেতে গেলে পার্ক সার্কাস কিংবা গড়িয়াহাট মোড় থেকে একটা বাস কিংবা অটো ধরে আসতে হবে  বালিগঞ্জ ফাঁড়িতে। আর সেখানে নামলেই দেখা যাবে ‘তিরুমনি’ নামের একটি বিশাল বিল্ডিং। এই বিল্ডিংয়েরই  ১৬ তলায় থাকেন টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক।

অপর্ণা সেন,Aparna Sen,প্রসেনজিৎ চ্যাটার্জী,Prosenjit Chatterjee,চিরঞ্জিত চক্রবর্তী,Chiranjit Chakraborty,কৌশানি মুখার্জী,Kaushani Mukherjee,Koel Mallick,Koel Mallick House Address,Prosenjit Chatterjee Address,Tollywood Celebrities House address,Kaushani Mukherjee address,Living address of Tollywood celebrities

৪) চিরঞ্জিত চক্রবর্তী (Chiranjit Chakraborty) : বাংলা ইন্ডাস্ট্রির জনপ্রিয় সুপারস্টারদের মধ্যে অন্যতম হলেন চিরঞ্জিত চক্রবর্তী। দীর্ঘদিনের অভিনয় জীবনে উপহার দিয়েছেন একের পর এক সব সুপারহিট সিনেমা। তাঁর বলা সংলাপ আজও দর্শকদের মুখে মুখে ঘরে। কলকাতার বুকে সাদার্ন অ্যাভিনিউ-এর পাশেই  ‘দক্ষিণায়ন’ নামের বাড়িতেই থাকেন অভিনেতা। সেখানে পৌঁছতে গেলে দেশপ্রিয় পার্কের চার মাথার মোড় থেকে এগিয়ে আসতে  হবে সাদার্ন অ্যাভিনিউ-এর মোড়ের দিকে। তারপর রাস্তা ক্রস না করেই বামদিকে আসলে পড়বে অভিনেতার বাড়ি।

অপর্ণা সেন,Aparna Sen,প্রসেনজিৎ চ্যাটার্জী,Prosenjit Chatterjee,চিরঞ্জিত চক্রবর্তী,Chiranjit Chakraborty,কৌশানি মুখার্জী,Kaushani Mukherjee,Koel Mallick,Koel Mallick House Address,Prosenjit Chatterjee Address,Tollywood Celebrities House address,Kaushani Mukherjee address,Living address of Tollywood celebrities

৫) কৌশানি মুখার্জী (Kaushani Mukherjee) : টলিউড ইন্ডাস্ট্রির নতুন প্রজন্মের অভিনেত্রীর মধ্যে অন্যতম হলেন কৌশানি মুখার্জী।তাঁর বাড়িতে আসতে গেলে বেলেঘাটা থানার ঠিক উলদিকের রাস্তা দিয়ে ঢুকে আসতে হবে আনন্দভবনের সামনে।

অপর্ণা সেন,Aparna Sen,প্রসেনজিৎ চ্যাটার্জী,Prosenjit Chatterjee,চিরঞ্জিত চক্রবর্তী,Chiranjit Chakraborty,কৌশানি মুখার্জী,Kaushani Mukherjee,Koel Mallick,Koel Mallick House Address,Prosenjit Chatterjee Address,Tollywood Celebrities House address,Kaushani Mukherjee address,Living address of Tollywood celebrities

এখানেই থাকেন টলিউড অভিনেত্রী কৌশানি মুখার্জী। জানা গিয়েছে এই আনন্দভবনের চার তলায় থাকেন অভিনেত্রী। এবার তাহলে দেরি কিসের? কাছাকাছিই যদি হয় প্রিয় তারকাদ বাড়ি তাহলে একদিন চাইলে ঘুরে আসতেই পারেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥