• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কারোর শাড়ির ব্যবসা, কারোর আবার প্রোডাকশন হাউস! ব্যবসায়ী হিসেবেও ব্যাপক সফল এই ৫ টলি তারকা

টলিউড (Tollywood), বলিউড হয়ে সাউথ- বিনোদন দুনিয়ার তারকাদের ব্যবসা (Business) থাকা কোনও নতুন ব্যাপার নয়। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির একাধিক তারকার রেস্তোরাঁ, বার রয়েছে। দক্ষিণী তারকা রাম চরণ আবার যেমন গোটা বিমান সংস্থার মালিক। তেমনই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতেও এমন অনেক তারকা রয়েছেন যারা ব্যবসায়ী হিসেবেও ব্যাপক সফল। আজকের প্রতিবেদনে টলিউডের এমন ৫ তারকার নাম তুলে ধরা হল যারা সফল ব্যবসায়ী (Tollywood Actors Business)। চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক তাঁদের নাম।

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)- ‘ইন্ডাস্ট্রি’ নামে পরিচিত প্রসেনজিতের নাম তালিকায় সবার প্রথমে রয়েছে। টলিউড-বলিউড কাঁপানো এই সুপারস্টার ব্যবসায়ী হিসেবেও দারুণ সফল। অনেকেই জানেন না, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কিন্তু একজন প্রযোজকও। বেশ কয়েকটি জনপ্রিয় সিনেমা প্রযোজনা করেছিলেন তিনি।

   

Prosenjit Chatterjee, Prosenjit Chatterjee business

ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)- টলি সুন্দরী ঋতুপর্ণার নামও তালিকায় রয়েছে। জনপ্রিয় এই অভিনেত্রীও একজন সফল ব্যবসায়ী। প্রসেনজিতের মতো তাঁর একসময়কার নায়িকা ঋতুপর্ণাও একজন প্রযোজক। অভিনেত্রীর নিজস্ব প্রযোজনা সংস্থা রয়েছে।

Rituparna Sengupta, Rituparna Sengupta business

রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee)- ‘দিদি নম্বর ১’ রচনা বন্দ্যোপাধ্যায়ের শাড়ির ব্যবসার কথা অনেকেই জানেন। এই ব্যবসা শুরু করার সময় প্রচুর কটাক্ষ শুনতে হয়েছিল তাঁকে। তবে রচনা সফল হতেই সেই কটাক্ষ বদলে গিয়েছে প্রশংসায়। শোনা যাচ্ছে, শাড়ির ব্যবসায় সফল হওয়ার পর শীঘ্রই নিজস্ব প্রসাধনী সামগ্রীর ব্র্যান্ড আনতে চলেছেন রচনা।

Rachana Banerjee, Rachana Banerjee business

কনীনিকা বন্দ্যোপাধ্যায় (Koneenica Banerjee)- বাংলা সিরিয়াল এবং সিনেমার জগতের অত্যন্ত পরিচিত মুখ হলেন কনীনিকা বন্দ্যোপাধ্যায়। ‘আয় তবে সহচরী’র নায়িকা অ্যাক্টিং স্কুল রয়েছে। এছাড়া অতীতে একটি জনপ্রিয় নাচের স্কুলেরও অংশ ছিলেন অভিনেত্রী।

Koneenica Banerjee, Koneenica Banerjee business

দেব (Dev) – তালিকায় সবার শেষ নামটি হল দেবের। অভিনেতা, রাজনীতিবিদ হওয়ার পাশাপাশি দেব একজন অত্যন্ত সফল প্রযোজকও।

Dev, Dev business

‘টনিক’ থেকে শুরু করে ‘প্রজাপতি’ একাধিক সুপারহিট বাংলা সিনেমা প্রযোজনা করেছেন দেব। এছাড়া আসন্ন বাংলা ছবি ‘বাঘা যতীন’এ অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও তিনিই করেছেন।