• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দেড় বছর বেরোইনি, নিজেকে বন্দি করেছিলাম! দেবশ্রীর সাথে বিচ্ছেদ নিয়ে প্রথমবার মুখ খুললেন বুম্বাদা

Published on:

Prosenjit Chatterjee talks about his divorce with Debashree Roy

খোদ টলিউড ‘ইন্ডাস্ট্রি’ বলা হয় তাঁকে। সেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee) কাজ নিয়ে যতটা চর্চা হয়, ততটাই চর্চা হয় তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও। বেশ বর্ণিল বুম্বাদা’র ব্যক্তিগত জীবন। তবে সেই বিষয়টি কখনওই তাঁকে সেভাবে প্রকাশ্যে কথা বলতে দেখা যায়নি। তবে এবার অবশেষে সেই বিষয়ে মুখ খুললেন অভিনেতা।

বহু বছর ধরে সচেতনভাবে নিজের জীবনের একটি চর্চিত অধ্যায়কে এড়িয়ে গিয়েছেন প্রসেনজিৎ। তা হল, অভিনেত্রী দেবশ্রী রায়ের (Debashree Roy) সঙ্গে তাঁর সম্পর্ক এবং বিবাহ বিচ্ছেদের বিষয়টি। তবে এবার সেই নিয়েই প্রথমবার প্রকাশ্যে মুখ খুললেন অভিনেতা।

Prosenjit chatterjee and Debashree Roy

আগামী ৩০ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের আগামী সিনেমা ‘কাছের মানুষ’। সেই ছবির প্রচারের সময়ই দেবশ্রীর সঙ্গে বিচ্ছেদ পরবর্তী জীবনের অধ্যায় নিয়ে মুখ খুলেছেন বুম্বাদা। তিনি যখন নিজের প্রথম বিবাহবিচ্ছেদ নিয়ে কথা বলছেন, সেই সময় দর্শক আসনে বসে রয়েছে দেব, ঈশা সাহা, অভিজিৎ গুহ, সুদেষ্ণা রায়রা।

অনুরাগীরা হয়তো জানেন, নয়ের দশকের শুরুর দিক করেই প্রেম করে বিয়ে করেছিলেন প্রসেনজিৎ এবং দেবশ্রী। তবে বেশিদিন টেকেনি সেই সম্পর্ক। বিবাহবিচ্ছেদের পথে হেঁটেছিলেন দু’জনে। এবার সেই নিয়ে প্রথমবার প্রকাশ্যে কথা বললেন বুম্বাদা।

Prosenjit Chatterjee

প্রসেনজিৎ বলেন, ‘তিনটে বিয়ের মধ্যে যেটা প্রথম ছিল, মানে যেটা ছোটবেলার সম্পর্ক, সেটা যখন ভেঙে যায়, আমি দেড় বছর বাড়ি থেকে বেরোইনি। মানে আমার ফ্ল্যাটের দরজাই খুলিনি। তারপর একদিন মনে হল, নিজেই নিজেকে বন্দি করে রেখে কী লাভ? আমায় তো সকলের সামনে আসতেই হবে!’

নিজের জীবনের এই কঠিন সময়ে প্রসেনজিতের পাশে ছিলেন বন্ধু অভিজিৎ। তাঁর লড়াইয়ের সাক্ষী পরিচালককে ধন্যবাদ জানিয়ে অভিনেতা বলেন, ‘এরপর আমি বেরিয়ে পড়েছিলাম। আর বিশ্বাস করুন, যে দিন আমি সেটে এসেছিলাম, তার তিনদিনের মধ্যে ৯টি সিনেমা সই করেছিলাম। এটাই হল জীবন। এটাই সত্য’। প্রসেনজিৎ-দেবশ্রীর বিবাহবিচ্ছেদের বহু বছর হয়ে গেলেও এখনও অনুরাগীদের কাছে চর্চার বিষয় সেটি। এবার খোদ বুম্বাদা সেই বিষয় নিয়ে মুখ খোলায় তাঁদের আগ্রহ যে অনেকটা বেড়ে গিয়েছে, এই নিয়ে কোনও সন্দেহই নেই।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥