প্রসেনজিৎ চ্যাটার্জী (Prosenjit Chatterjee ) মানেই টলিউডের ‘ইন্ডাস্ট্রি’ (Tollywood Industry)। যদিও নিন্দুকরা আড়ালে তাঁকে মুভি মাফিয়ার তকমা দিয়ে থাকেন। টলিপাড়ার অলিগলিতে মাঝে মধ্যেই কানাঘুঁষো শোনা যায় একটা সময় নাকি তাঁরই অঙ্গুলিলেহনে কাজ হারিয়েছেন ইন্ডাস্ট্রির অনেক প্রতিভাবান অভিনেতা। এমনকি তাঁর বিরুদ্ধে এই একই অভিযোগ এনেছিলেন প্রয়াত অভিনেতা অভিষেক চ্যাটার্জী (Abhishek Chatterjee)।
সেই অভিষেক চ্যাটার্জী যাঁর সাথে দীর্ঘ অভিনয় জীবনে মোট ৪৮টি সিনেমায় অভিনয় করেছেন প্রসেনজিৎ। দেখতে দেখতে একবছর হল প্রয়াত হয়েছেন অভিষেক। গত বছরের ২৪ মার্চ আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে অকালমৃত্যু হয়েছে অভিনেতার। দেখতে দেখতে তাঁর প্রয়াণের প্রায় একবছর হতে চলল। আর এতদিন পর সম্প্রতি প্রয়াত বন্ধু তথা শোঃ অভিনেতা অভিষেক চ্যাটার্জিকে নিয়ে জি ২৪ ঘন্টায় এক একান্ত সাক্ষাৎকারে বসেছিলেন অভিনেতা।
সেখানে তিনি জানিয়েছেন মিঠু অর্থাৎ অভিষেক ছিলেন তাঁর কাছে বন্ধুর থেকেও বেশী। ২০০৯ সাল পর্যন্ত একসাথে অভিনয় করেছেন মোট ৪৮ টি সিনেমায়। অথচ সেই বন্ধুর মৃত্যুর পরেও তাঁকে শেষ দেখটুকু দেখতে যাননি প্রসেনজিৎ। কিন্তু কেন? এতদিন এ বিষয়ে অনেকে অনেক কথা বলেছেন। তবে এপ্রসঙ্গে এদিন প্রথমবার মুখ খুললেন অভিনেতা নিজে।
খোদ প্রসেনজিৎচট্টোপাধ্যায়ের কথায় ‘আমি যেতে পারিনি। যেভাবে জিনিসটা ছড়িয়ে গেল আমি যেতে পারিনি’। এরপরেই অভিনেতার সাফাই তিনি সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুর পর গিয়েছিলেন। সেইসাথে তাঁর সংযোজন খবরটা তার কাছে বিশ্বাসযোগ্য ছিল না। এক্ষেত্রে তিনি টেনে আনেন তাঁর অত্যন্ত কাছের বন্ধু তথা প্রয়াত পরিচালক ঋতুপর্ণ ঘোষের কথা।
এছাড়া তিনি জানান অভিষেক চ্যাটার্জীর মৃত্যুর পর চারপাশের ঘটনা দেখে তিনি একেবারে চুপ হয়ে গিয়েছিলেন।তবে এদিন প্রসেনজিৎ একটাই কথা বলেন ‘এই লোকটা একটা সময় আমার বাড়িতে থাকতো। তার সঙ্গে আমার একটা বন্ধুত্ব ছিল, একসাথে ৪৮ টা সিনেমা করেছি। আমি ওর বিয়ে দিয়েছি দাঁড়িয়ে থেকে।তার পরেও এই কথাগুলো শুনেছি’।
তারপরেই আসে তাঁর বিরুদ্ধে ওঠা মুভি মাফিয়ার অভিযোগের কথা। মৃত্যুর আগে প্রয়াত অভিনেতা অভিষেক চ্যাটার্জী নিজে মুখে বলে গিয়েছিলেন সেসময় নাকি পরিচালক প্রযোজকরা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের আঙ্গুলি হেলনেই একাধিক সিনেমা থেকে বাদ দিয়ে দিয়েছিলেন তাঁকে।
এই অভিযোগ নিয়ে এতদিন কিছু না বললেও এদিন প্রসেনজিৎ বলেন যদি ধরেই নেওয়া হয় তার বিরুদ্ধে ওঠা মুভি মাফিয়ার অভিযোগ ঠিক তারপরেও কেউ যদি দেখে তাঁর কেরিয়ার অপর একজন নষ্ট করে দিচ্ছে তাহলে সে নিজেও সেটা দিনের পর দিন চুপচাপ মেনে নিয়েছিল কেন? আর প্রসেনজিৎ জানান সে সময় তিনি নিজেও অনেক সেকেন্ড লীড অর্থাৎ নায়কের ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন। কারণ তখন নাকি সেটারই প্রচলন ছিল।