• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

প্রেমমগ্ন প্রসেনজিৎ পুত্র তৃষাণজিৎ! সুন্দরীর গালে দিলে চুমুর ছবি ফাঁস হতেই জল্পনা নেটপাড়ায়

বসন্তে প্রেমে মজেছে গোটা শহর, একেরপর এক বিয়ের বন্ধনে আবদ্ধ হচ্ছেন একাধিক টলি তারকারা। আর এবার আরও এক নতুন প্রেমের খোঁজ মিলল। তারকাদের পাশাপাশি ষ্টারকিডদের নিয়েও সর্বদায় বেশ আগ্রহ থাকে সকলের। সম্প্রতি জানা যাচ্ছে, প্রেম করছেন প্রসেনজিৎ পুত্র তৃষাণজিৎ চট্টোপাধ্যায় (Trishanjeet Chatterjee)! সোশ্যাল মিডিয়া দেখে নেটিজেনরা অন্তত এটাই বলছে।

বাংলা ছবির ‘ইন্ডাস্ট্রি’ নাম পরিচিত প্রসেনজিৎ (Prosenjit Chatterjee) ও তৃতীয় স্ত্রী অর্পিতার একমাত্র ছেলে তৃষাণজিৎ। দেখতে দেখতে ১৯ এর কোটায় পা দিয়েছে সে। আর প্রাপ্ত বয়স্ক হতেই মনে লেগেছে প্রেমের ছোঁয়া! সোশ্যাল মিডিয়াতে তাঁর পোস্ট দেখে এমনটাই ধারণা সকলের। কি এমন পোস্ট করলেন প্রসেনজিৎপুত্র? চলুন দেখে নেওয়া যাক।

   

What Tollywood actor Prosenjit Chatterjee son Trishanjit Chatterjee wants to be in his career

ইনস্টাগ্রামে এক সুন্দরী রমণীর সাথে ছবি শেয়ার করেছেন তৃষাণজিৎ। ছবিতে ওই মহিলার গালে চুমু খেতে দেখা যাচ্ছে তাকে। শুধু তাই নয়, দেখে মনে হচ্ছে ওই মহিলা তৃষাণজিতেরবাহুডোরেই রয়েছেন। খুব সম্ভবত কলেজের মাঠে দাঁড়িয়েই তোলা হয়েছে ছবিটি, যা প্রেমের সম্পর্কের ইঙ্গিত দিচ্ছে। এবার প্রশ্ন হল কে এই রহস্যময়ী মহিলা?

যেমনটা জানা যাচ্ছে ছবিতে থাকা সুন্দরীর নাম লতিকা প্রাসাদ। যেমনটা জানা যাচ্ছে, একসাথে পড়ার সূত্রেই দুজনের আলাপ। বন্ধুত্ব থেকেই প্রেমের সম্পর্কে পরিণতি পেয়েছে। তাছাড়া সোশ্যাল মিডিয়াতেও একেঅপরকে ফলো করেন দুজনেই, মাঝে মধ্যেই ঘুরতেও যান। তবে ওপেনলি প্রেমের কথা স্বীকার না করলেও তাকে ‘সামওয়ান স্পেশ্যাল’ বলে জানিয়েছেন তৃষাণজিৎ। সম্প্রতি ভাইরাল হওয়া ছবিতে লাল রঙের ক্রপটপ আর ডেনিম জিন্স পড়া ওই সুন্দরীর পাশে কালো পোশাকে দেখা যাচ্ছে প্রসেনজিৎ পুত্রকে।

Prosenjit Chatterjee Son Trishanjeet Chatterjee Photo of kissing Latika Prasad

অনেকেরই আশা বাবার মত তৃষাণজিৎও টলিউডে আসবে। তবে এই ব্যাপারে কোনো জোরাজুরি নেই স্পষ্ট জানিয়ে দিয়েছেন প্রসেনজিৎ। পুরোনো এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছিলেন, ফুটবল খেলতে খুব ভালোবাসে তৃষাণজিৎ। যদি ফুটবলে কিছু করতে পারে তাহলে ভালো, নাহলে পরবর্তীকালে অভিনয়ে আসতেই পারে। ও কি করবে ঠিক করুক, আমি পাশে আছি।