• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বয়সে ছোট হলেও প্রসেনজিৎ-র মা হয়েছেন একাধিক ছবিতে! প্রতিবার শুটিংয়ে এই কাজ করতেন লাবণী সরকার

Published on:

Laboni Sarkar play Prosenjit Chatterjee's Mother character and did this everyday

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অত্যন্ত সফল একজন অভিনেতা হলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। আজ তাঁর আলাদা করে আর কোনও পরিচয়ের প্রয়োজন পড়ে না। বুম্বাদা’কে এখন লোকে ‘ইন্ডাস্ট্রি’ নামেই চেনে। দশকের পর দশক ধরে টলিউডে কাজ করার পর তিনি হয়ে গিয়েছেন দর্শকদের ঘরের ছেলে।

নিজের কয়েক দশক দীর্ঘ কেরিয়ারে একাধিক সুপারহিট ছবি উপহার দিয়েছেন প্রসেনজিৎ। এমনই একটি সিনেমা হল ‘অন্যায় অত্যাচার’ (Annay Atyachar)। ১৫-১৬ বছর পুরনো সিনেমা দেখতে ভালবাসেন যারা তাঁদের কাছে এই নামটি বেশ পরিচিত। ব্যবসার নিরিখে বুম্বাদার কেরিয়ারের অত্যন্ত উল্লেখযোগ্য একটি সিনেমা এটি।

Annay Atyachar movie

প্রসেনজিৎ ছাড়াও এই ছবিতে অভিনয় করেছিলেন রচনা ব্যানার্জি, ওপার বাংলার রজ্জাক এবং টলিউডের নামী অভিনেত্রী লাবণী সরকার (Laboni Sarkar)। সম্প্রতি এই ছবির সঙ্গেই জড়িত একটি অজানা তথ্য অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন বুম্বাদা।

‘অন্যায় অত্যাচার’ ছবিটি এতটাই জনপ্রিয় যে এখনও লোকের মুখে মুখে ‘আমার বাবাব নাম অন্যায় আর মায়ের নাম অত্যাচার। আর এই অন্যায় অত্যাচারের মাঝেই আমার জন্ম’ সংলাপটি ঘুরতে থাকে। দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছিল এই সিনেমাটি।

Annay Atyachar movie

যারা ‘অন্যায় অত্যাচার’ দেখেছেন, তাঁরা জানেন এই সিনেমায় বুম্বাদার মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন লাবণী। তবে পর্দায় মা হলেও বাস্তবে কিন্তু প্রসেনজিৎ’এর চেয়ে বয়সে অনেকটাই ছোট অভিনেত্রী।  কিন্তু চরিত্রের খাতিরে বেশ কয়েকবার লাবণীকে পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন অভিনেতা।


কিন্তু বয়সে বড় প্রসেনজিৎ পায়ে হাত দিয়ে প্রণাম করলেই নাকি শট শেষ হওয়ার সঙ্গে সঙ্গে লাবণী এসে উল্টে তাঁকে প্রণাম করে যেতেন। অভিনেতা যেহেতু তাঁর চেয়ে বয়সে খানিকটা বড় ছিলেন সেই কারণে তাঁর থেকে প্রণাম নিতে দ্বিধাবোধ করতেন লাবণী। এত বছর পর ‘অন্যায় অত্যাচার’এর সঙ্গে জড়িত এই অজানা কাহিনীই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন বুম্বাদা। আর স্বাভাবিকভাবেই তাতে বেশ নস্ট্যালজিক হয়ে পড়েছেন নেটাগরিকরাও।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥