বাংলা সিনেপ্রেমী মানুষদের যদি টলিউডের (Tollywood) নম্বর ওয়ান অভিনেতার নাম জিজ্ঞেস করা হয় তাহলে অনেকেই নাম নেবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee)। গত কয়েক দশক ধরে ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছেন তিনি, তবুও তাঁর জনপ্রিয়তা কমছে না বরং দিনদিন বাড়ছে। তাঁর সমসাময়িক বেশিরভাগ অভিনেতাকে রুপোলি পর্দায় দেখা না গেলেও বুম্বাদা কিন্তু নিজের সিংহাসন ধরে রেখেছেন।
টলিউড কাঁপানোর পর ফের বলিউডে (Bollywood) পাড়ি দিয়েছেন প্রসেনজিৎ। ২০১২ সালে ‘সাংহাই’ ছবিই ছিল বলিউডে বুম্বাদার শেষ কাজ। ‘সাংহাই’এর পর মাঝখানে কেটে গিয়েছে এক দশক। এবার স্বনামধন্য পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানের সিরিজের (Web series) মাধ্যমে ফের বি টাউনে কামব্যাক করছেন টলি সুপারস্টার।
বিক্রমাদিত্য পরিচালিত ‘জুবিলি’র (Jubilee) মাধ্যমেই ওটিটি ডেবিউও করছেন অভিনেতা। শুক্রবার প্রসেনজিতের ডেবিউ হিন্দি সিরিজের প্রথম ঝলক প্রকাশ্যে এসেছে। দর্শকদের দারুণ পছন্দ হয়েছে ‘জুবিলি’র টিজার। বুম্বাদা নিজে কী বলছেন? সেই উত্তর জানার জন্য তাঁর সঙ্গে যোগাযোগ করেছিল আনন্দবাজার অনলাইন। প্রসেনজিৎ বলেন, ‘সিরিজের ফার্স্ট লুক যখন প্রকাশ্যে এসেছিল, তখন থেকেই প্রত্যেকের মনে সিরিজটা নিয়ে একটা কৌতুহল তৈরি হয়েছিল। এবার টিজারের আমার লুক আরও স্পষ্ট হয়েছে। সকাল থেকে আমি অনেক ফোন এবং মেসেজ পেয়েছি’।
ভারতীয় সিনেমার স্বর্ণযুগের কাহিনী তুলে ধরা হবে ‘জুবিলি’তে। হিন্দি সিনেমার গোড়াপত্তনের কাহিনীও দর্শিত হবে বিক্রমাদিত্যের সিরিজে। তাই স্বাভাবিকভাবেই গল্পের সঙ্গে তাল মিলিয়ে একেবারে তখনকার লুকেই ধরা দিয়েছেন প্রসেনজিৎ। নিজের লুক নিয়ে বুম্বাদা বলেন, ‘সবাই বলছে আমাকে নাকি বাপির মতো লাগছে। আমি খুব খুশি হয়েছি। বিক্রমাদিত্য মোতওয়ানে অত্যন্ত দক্ষ একজন পরিচালক। আমি আশা করি দর্শকদের মনে সিরিজটা স্থান করে নেবে’।
প্রসেনজিতের বাবা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় নিজে একজন কিংবদন্তি অভিনেতা। ষাটের দশকে মায়ানগরীর অন্যতম একজন সুপারস্টার ছিলেন তিনি। তাঁর অভিনয়ে মুগ্ধ হয়েছিল অগণিত দর্শক। তাই স্বাভাবিকভাবেই সুপারস্টার বাবার ছাপ যদি প্রসেনজিতের মধ্যে ফুটে ওঠে তা অনেক বড় পাওয়া বৈকি!
View this post on Instagram
‘জুবিলি’তে বুম্বাদার বিপরীতে দেখা যাবে বলি সুন্দরী অদিতি রাও হায়দারিকে। এছাড়াও অভিনয় করেছেন অপারশক্তি খুরানা, নন্দিশ সান্ধু, ওয়ামিকা গাব্বি, রাম কাপুর, সিদ্ধান্ত গুপ্তার মতো তারকারা। ‘জুবিলি’তে প্রসেনজিতের চরিত্রের নাম শ্রীকান্ত রায়। আগামী ৭ এপ্রিল রিলিজ করবে এই সিরিজ।