• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিয়েটা হচ্ছে না কেন? ধমক দিয়ে অঙ্কুশ ঐন্দ্রিলার কাছে প্রশ্ন খোদ প্রসেনজিতের

টলিউড (Tollywood) অভিনেতা অঙ্কুশ হাজরা (Ankush Hazra) এবং অভিনেত্রী ঐন্দ্রিলা সেনের (Oindrila Sen) অনুরাগীরা এখন রয়েছেন মহা চিন্তায়। যার কারণ গতকাল অভিনেতা অঙ্কুশ হাজরার করা একটি পোস্ট। সপ্তাহের শেষে শনিবার কার্যত বোমা ফাটিয়ে সোশ্যাল মিডিয়ায় ঐন্দ্রিলার সাথে একটি ঘনিষ্ঠ মুহূর্তের ছবি শেয়ার করে অঙ্কুশ জানিয়েছেন ‘কিছু বিশেষ কারণে বিয়েটা (Marriage) হবে কি না জানি না। কিন্তু এই ১৪ই ফ্রেব্রুয়ারি আমাদের সম্পর্কের ১৩ বছর পূর্ণ হবে। আমার জন্মদিনে এর থেকে বড়ো উপহার আর কী-ই হতে পারে? বাকিটা ব্যক্তিগত’।

তারপর থেকে কার্যতা শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। এমনিতেই বিবাহযোগ্য যে কোন ছেলে কিংবা মেয়ের কাছে ‘কবে বিয়ে করছিস’? প্রশ্নটা খুবই কমন। এবার এই একই প্রশ্ন একেবারে জ্বালিয়ে খাচ্ছে টলি পাড়ার সেলেব কাপল অঙ্কুশ ঐন্দ্রিলাকে। অঙ্কুশের করা এই পোষ্ট দেখে শুধু যে তার অনুরাগীরাই চমকে গিয়েছেন তাই নয় চমকে গিয়েছেন একাধিক টলি তারকারা। আসলে সাধারণ মানুষদের মতোই সেলিব্রেটিরাও খুবই পছন্দ করেন অঙ্কুশ ঐন্দ্রিলার জুটিটাকে।

   

টলিউড,Tollywood,অঙ্কুশ হাজরা,Ankush Hazra,ঐন্দ্রিলা সেন,Oindrila Sen,বিয়ে,Marriage,প্রসেনজিৎ চট্টোপাধ্যায়,Prosenjit Chatterjee,বিতর্ক,Controvercy

আর হবে নাই বা কেন দীর্ঘ ১৩ বছর ধরে প্রেম করছেন তাঁরা। তাই তাদের বিয়ে হোক এমনটাই চান সকলে।  কিন্তু হঠাৎ অংকুশের এমন পোস্ট দেখে প্রশ্ন জেগেছে খোদ টলিউডের ইন্ডাস্ট্রি বলে পরিচিত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee) মনেও। তাই অভিভাবক হিসাবেই কার্যত ধমক দিয়েই অঙ্কুশ ঐন্দ্রিলা দুজনের কাছেই তাঁর প্রশ্ন কেন বিয়ে করছেন না তাঁরা?

View this post on Instagram

 

A post shared by Ankush (@ankush.official)

এদিন সোশ্যাল মিডিয়ায় অঙ্কুশের শেয়ার করা একটি ভিডিওতে দেখা গিয়েছে প্রসেনজিৎ তাদের দুজনের কাছেই প্রশ্ন রেখেছেন ‘আচ্ছা তোরা কি করছিস বলতো, আমি তোদের ভালোবাসি, স্নেহ করি তাই বলে এই বিয়ে রেজিস্ট্রি কী করেছিস।এই যে তোদের ফেসবুক পোস্ট। তেরো বছরের সম্পর্ক। আমার সমস্যা হয়ে যাচ্ছে। সকলে জানে আমি তোমাদের গুরুজনের মতো। সকলে আমাকে জিজ্ঞেস করছে। এখনও বিয়ে করছো না কেন? ডেটটা অ্যানাউন্স করো’।

টলিউড,Tollywood,অঙ্কুশ হাজরা,Ankush Hazra,ঐন্দ্রিলা সেন,Oindrila Sen,বিয়ে,Marriage,প্রসেনজিৎ চট্টোপাধ্যায়,Prosenjit Chatterjee,বিতর্ক,Controvercy

প্রসঙ্গত প্রসেনজিৎ একা নন এরপর দেখা গিয়েছে টলি পাড়ার আরো দুই জনপ্রিয় তারকা আবির চট্টোপাধ্যায় এবং শ্রাবন্তী চ্যাটার্জিরও একই প্রশ্ন অঙ্কুশ ঐন্দ্রিলার কাছে। আর এই ভিডিওগুলো অভিনেতা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ‘বিয়ে কেন হচ্ছে না পার্ট ১, পার্ট ২, এবং পার্ট ৩ বলে’। তবে সব কটা ভিডিও দেখে যা বোঝা গিয়েছে আগামী ১৪ ফেব্রুয়ারির আগে এই তারকা জুটি  মুখে একেবারে কুলুপ এঁটে রাখবে। তাইপ্রেম দিবসের আগে পর্যন্ত জানা যাচ্ছে না বিয়ে কেন হচ্ছে না? তবে মনে করা হচ্ছে এটা আসলে অঙ্কুশ ঐন্দ্রিলার  আসন্ন সিনেমা ‘লাভ ম্যারেজ’-এর  প্রমোশনের জন্যই করা হচ্ছে।

site