• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিয়ে করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত! সকাল সকাল নিজেরাই দিলেন সুখবর

Published on:

Prosenjit Chatterjee Rituparna Sengupta Wedding invitation Card Video

টলিউডের প্রথমসারির দুই তারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) ও ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। একসময় পর্দায় দুজনের জুটি মানেই ছবি সুপারহিট। দর্শকেরাও বেশ পছন্দ করতেন এই জুটিকে। এবার ভালোবাসার দিন ভ্যালেন্টাইন্স ডে তেই একেঅপরের সাথে সাত পাকে বাঁধা পড়ার ঘোষণা করলেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা! কি চমকে গেলেন তো? সকাল সকাল এমন একটা ঘোষণা দেখে স্বাভাবিকভাবেই চমকে উঠেছেন নেতিজ্ঞরাও।

প্রসেনজিৎ ও ঋতুপর্ণা দুজনেই নিজেদের সোশ্যাল মিডিয়াতে একটি একটি ভিডিও পোস্ট করেছেন। যার শুরুতেই জ্বলজ্বল করছে প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা। এরপর একেবারে বিয়ে বাড়ির নিমন্ত্রণ পত্রের মত ফুটে উঠেছে স্ক্রিনে। ‘সবিনয় নিবেদন, মহাশয়/ মহাশয়া, বিগত ৩ দশকেরও বেশি সময় ধরে একসঙ্গে স্ক্রিন শেয়ার করার পরে আমরা নতুনভাবে আপনাদের সামনে আসতে চলেছি। প্রসনজিৎ ওয়েডস ঋতুপর্ণা।

Prasenjit Rituparna wedding

গুরুজনদের আশীর্বাদ আর সবার ভালোবাসা নিয়ে আগামীদিনে পথ চলতে চাই। পাকা দেখা থেকে বিয়ের সব দায়িত্ব সামলাচ্ছেন সম্রাট শর্মা ও তাঁর টিম হাট্টিমাটিম। বিয়ের ঘটকালির দায়িত্বে পল্লবী চট্টোপাধ্যায়। তত্ত্বাবধানে মোহর ও শর্মিষ্ঠা। ডিজিটাল নিমন্ত্রণ পত্রের দ্বারা ত্রুটি মার্জনীয়। বিনীত, বিনীতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত। বিয়ে সম্পর্কিত যে কোনও রকম তথ্যের জন্য কোনওরকম লজ্জা না পেয়ে ফোন করুন মোহর ও শর্মিষ্ঠাকে।’

এমন একখানা ভিডিও পোস্ট করে প্রসেনজিৎ ক্যাপশনে লিখেছেন, ‘সকলের নিমন্ত্রণ রইলো। সপরিবারে আপনাদের উপস্থিতি একান্ত কাম্য’। নিমেষের মধ্যেই এই পোস্ট ভাইরাল হয়ে পড়েছে নেটপাড়ায়। তবে সত্যিই কি বিয়ে করছেন দুজনে? এই প্রশ্নের উত্তরে খানিকটা হতাশ হতে হবে দর্শকদের। কারণ বাস্তবে নয় সিনেমার পর্দায় জুটি বাঁধবেন দুজনে। সেই ছবির জন্যই এই অভিনব কায়দায় ঘোষণা।

প্রেমকাহিনী নাকি একটু অন্যরকম হবে এই ছবি? স্টোরি লাইন থেকে ছবির কাস্ট অর্থাৎ আর কাদের দেখা যাবে ছবিতে? এমন নানা রকম প্রশ্ন ইতিমধ্যেই আস্তে শুরু করেছে। তবে কোনো প্রশ্নেরই উত্তর পেলেন এখনো পর্যন্ত। তাই পরবর্তী ঘোষণার জন্য অপেক্ষায় রইল নেটিজেনরা।

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়,Prosenjit Chatterjee,ঋতুপর্ণা সেনগুপ্ত,Rituparna Sengupta,টলিউড,প্রসেনজিৎ ঋতুপর্ণার বিয়ে,Prasenjit Rituparna Wedding,বিয়ে করছেন প্রসেনজিৎ ঋতুপর্ণা

প্রসঙ্গত, প্রসেনজিৎ ও ঋতুপর্ণাকে ২০০৬ সালে দেখা গিয়েছিল শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের ‘প্রাক্তন’ ছবিতে। অনবদ্য এক কাহিনী ও সাথে দুজনের অভিনয়ে মুগ্ধ হয়েছিলেন দর্শকেরা। এরপর থেকে আর একসাথে পর্দায়   দেখা মেলেনি এই জুটির। তাই নতুন ছবিতে আবারও প্রিয় জুটিকে দেখা যাবে জানতে পেরে খুশি দর্শকেরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥