• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ছোটবেলাতেই প্রসেনজিৎকে মন দিয়েছিলেন রানি! ইচ্ছা ছিল বিয়ে করার, ফাঁস হল সিক্রেট

Published on:

Rani Mukherjee wanted to marry Prosenjit Chatterjee Seens Childhood

ইতিমধ্যেই ঢাকে কাঠি পরে গিয়েছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (Kolkata International Film Festival)। বৃহস্পতিবারেই কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শুভ সূচনা হয়ে গিয়েছে এই বিশেষ দিনের। এই বিশেষ দিনে টানা তিন বছরের খরা কাটিয়ে শহরে এসে উপস্থিত হয়েছিলেন কলকাতার ব্রান্ড অ্যাম্বাসাডর তথা বলিউড বাদশা শাহরুখ খান (Shahrukh Khan)।

হাজির ছিলেন বলিউডের (Bollywood) শাহেনশা অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) এবং তাঁর স্ত্রী তথা বর্ষীয়ান অভিনেত্রী জয়া ভাদুড়ি। তবে এদিন উপস্থিত বলিউড তারকাদের মধ্যে সকলের নজর কেড়েছেন বলিউডের ‘মার্দানি’ তথা অভিনেত্রী রানী মুখার্জি (Rani Mukherjee)। হাজির ছিলেন বাংলা বিনোদন জগতের এক ঝাঁক তারকারাও। তাঁদের মধ্যে অন্যতম হলেন টলিউডের (Tollywood) ইন্ডাস্ট্রি তথা বাংলার সুপারস্টার প্রসেনজিৎ চ্যাটার্জী (Prosenjit Chatterjee)।

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব,Kolkata International Film Festival,টলিউড,Tollywood,প্রসেনজিৎ চ্যাটার্জী,Prosenjit Chatterjee,রানী মুখার্জি,Rani Mukherjee,বলিউড,Bollywood

প্রসঙ্গত রানী মুখার্জী জন্মসূত্রে বাঙালী হওয়ায় ছোট থেকেই বাংলার সাথে নারীর টান রয়েছে তাঁর। তাছাড়া এত বড় মাপের একজন অভিনেত্রী হওয়া সত্ত্বেও আজও নিজের শিকড় ভোলেননি রানী। সেই বাংলাটাও বেশ ভালোই রপ্ত করেছেন অভিনেত্রী। আর এদিন কলকাতার চলচ্চিত্র উৎসবে প্রিয় রানীর মুখে ঝরঝরে বাংলা শুনে মন্ত্রমুগদ্ধ হয়ে পড়েছিলেন শহরবাসী।

একটা সময় বাংলাতেও সিনেমা করেছেন রানী। তবে জীবনে সাফল্যের মুখ দেখেছেন মায়ানগরী মুম্বাইতেই। বলিউড ইন্ডাস্ট্রিতে অভিনয় করেছেন একের পর এক সুপারহিট সব সিনেমায়। স্ক্রিন শেয়ার করেছেন অমিতাভ বচ্চন থেকে শুরু সালমান,শাহরুখ,আমির তিন খানের সাথেই। তবে বাংলার দর্শকদের আজও চোখে লেগে রয়েছে প্রসেনজিৎ চ্যাটার্জী এবং রানী মুখার্জী অভিনীত ‘বিয়ের ফুল’ সিনেমা।

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব,Kolkata International Film Festival,টলিউড,Tollywood,প্রসেনজিৎ চ্যাটার্জী,Prosenjit Chatterjee,রানী মুখার্জি,Rani Mukherjee,বলিউড,Bollywood

এদিন কলকাতা চলচ্চিত্র উৎসবের মঞ্চে সেই রানীরই একটা সিক্রেট ফাঁস করলেন প্রসেনজিৎ যা এতদিন  অজানা ছিল সকলেরই। সবাইকে অবাক করে দিয়ে এদিন প্রসেনজিৎ জানান একসময় নাকি তাঁর সাথে রানীর  বিয়ের কথা হয়েছিল। একথা শুনে ঠোঁটের কোণে হাসি দেখা যায় মঞ্চে উপস্থিত মুখ্যমন্ত্রী থেকে বিগ-বি সকলেরই।

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব,Kolkata International Film Festival,টলিউড,Tollywood,প্রসেনজিৎ চ্যাটার্জী,Prosenjit Chatterjee,রানী মুখার্জি,Rani Mukherjee,বলিউড,Bollywood

বিস্তারিত জানিয়ে প্রসেনজিৎ এদিন বলেন, ‘রানীকে ছোট্ট বয়স থেকে দেখছি। আর তখনই আমার মাকে রানী বলত, যে আমাকে নাকি ও বিয়ে করবে! মা তখন বাবার সঙ্গে বিয়ের ছবি দেখাতেন রানীকে। আর বলতেন তুই যখন বড় হবি, তখন তো এই লোকটা বুড়ো হয়ে যাবে। তা শুনে রানি উত্তর দিতেন, গডরেজ লাগা লেগা’। সেইসাথে অভিনেতার সংযোজন, ‘বুঝতে হবে, অত ছোট বয়স থেকে আমি ওকে দেখেছি। তার পর রানী আমার নায়িকা হয়েছে, সেটা আলাদা কথা। সম্পর্ক এক দিনে তৈরি হয় না।’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥