• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

“আমি ইন্ডাস্ট্রি হলে দেব কি শ্রমিক?” রাগ চেপে রাখতে না পেরে বলেই দিলেন প্রসেনজিৎ 

Published on:

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়,Prosenjit Chatterjee,ইন্ডাস্ট্রি,Industry,দেব অধিকারী,দেব,Dev Adhikary,কাছের মানুষ,Kacher Manush

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) নামটাই যথেষ্ট। বাংলার অগণিত সিনেমাপ্রেমী দর্শকদের অত্যন্ত কাছের মানুষ তিনি। সময়ের সাথে তিনিই হয়ে উঠেছেন বাংলা সিনেমা জগতের ইন্ডাস্ট্রি (Industry)। সাধারণত টলিউডের সবাই তাকে এই নামেই চেনেন। শুধুমাত্র নায়ক প্রসেনজিৎ থেকে ইন্ডাস্ট্রি এই তকমা পেতে কম কাঠখড় পোড়াতে হয়নি অভিনেতাকে।

একটা সময় দাঁতে দাঁত চেপে কঠিন লড়াই এর পরেই আজকের এই জায়গায় এসে পৌঁছাতে পেরেছেন সকলের প্রিয় বুম্বাদা। ইদানিং নিজের আসন্ন সিনেমা কাছের মানুষের প্রমোশনাল কাজে তুমুল ব্যস্ত তিনি। সঙ্গী তাঁর সহ অভিনেতা তথা ছোট ভাই দেব (Dev Adhikary)। প্রসঙ্গত ছবির প্রমোশনে প্রত্যেকবারই নিত্য নতুন চমক নিয়ে আসেন দেব। ব্যতিক্রম হয়নি কাছের মানুষ (Kacher Manush) সিনেমা প্রচারের কাজেও।

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়,Prosenjit Chatterjee,ইন্ডাস্ট্রি,Industry,দেব অধিকারী,দেব,Dev Adhikary,কাছের মানুষ,Kacher Manush

কিছুদিন আগেই দেখা গিয়েছিল স্বয়ং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কে তার ব্যক্তিগত জীবন নিয়ে স্ট্যান্ড-আপ  কমেডি করার প্রস্তাব দিয়েছিলেন তিনি। এবার দেখা গেল ছোট ভাইয়ের আবদার রাখতে সেই প্রস্তাব মেনেও নিয়েছেন প্রসেনজিৎ। কথা মতোই ধরা দিলেন স্ট্যান্ড আপ কমেডিয়ানের অবতারে। দর্শকাসনে উপস্থিত উপস্থিত দেব, ঈশা,রানা ওরফে অভিজিৎ গুহ, রাজা চন্দ,সুদেষ্ণা রায়, পিয়াল সহ আরও অনেকে।

Prosenjit Chatterjee

প্রসঙ্গত বাংলা ইন্ডাস্ট্রিতে প্রসেনজিতের  হাঁটাচলা থেকে হাব ভাব কিংবা ডায়লগ ডেলিভারি সবকিছুতেই রয়েছে একটি সিগনেচার স্টাইল। যা নিয়ে মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ার পাতায় ভেসে ওঠে মজার মিম। সে বিষয়ে আজ পর্যন্ত কোথাও কোনো মন্তব্য না করলেও এদিন নিজেকে নিয়েই বেশ মজা করতে দেখা গেল খোদ প্রসেনজিৎকে।

 

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়,Prosenjit Chatterjee,ইন্ডাস্ট্রি,Industry,দেব অধিকারী,দেব,Dev Adhikary,কাছের মানুষ,Kacher Manush

নব্বইয়ের দশকে তাঁর মুখে শোনা সেই জনপ্রিয় ডায়লগ ‘বিশ্বাস করো মা আমি চুরি করিনি’ মনে আছে নিশ্চই। তাঁর এই দাঁতে দাঁত চেপে ডায়লগ বলার পিছনেও রয়েছে একটা সিক্রেট। এপ্রসঙ্গে তিনি জানিয়েছেন আসলে একবার শটের আগে ভুল করে আঠা খেয়ে ফেলেছিলেন তিনি। পরে সেই  সংলাপ ব্যাপক হিট হয়েছিল। কিংবা ‘অমরসঙ্গী’-র সেই বিখ্যাত হাঁটার স্টাইল।

যেটা কিনা তিনি ছোটবেলায় ভারী জলের বালতি বয়ে নিয়ে হাঁটার সময়কার স্টাইল থেকে অনুপ্রাণিত হয়ে  করেছিলেন। যা শুনে হাসিতে ফেটে পড়েন দর্শকাসনে উপস্থিত সকলে। এদিন তিনি জানান তাঁর পুরনো নাচের ভিডিয়ো এখন রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, তা নাকি তিনি শ্রীদেবীকে দেখে অনুপ্রাণিত হয়ে করেছিলেন। তবে এখন আর তিনি নাচেন না, এরপরেই দেবকে উদ্দেশ্য করে বললেন এখন তাঁকে তার ছোটভাই নাচায়! এছাড়া এদিন তাঁকে টলিউডের ইন্ডাস্ট্রি বলে সম্বোধন করার প্রসঙ্গ উঠলে তিনি বলেন “আমি ইন্ডাস্ট্রি হলে দেব কি শ্রমিক?”

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥