• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ফিরছে এভারগ্রীন প্রসেনজিৎ-রচনা জুটি! রবিবারের বিকালে ‘সুখবর’ শেয়ার করলেন দিদি নং ১

Published on:

Prosenjit Chatterjee Rachna Banerjee Viral Vdeo

আজও বাংলা সিনেমার (Bengali Cinema) এভারগ্রিন জুটি (Evergreen Jodi) হলেন  প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee ) এবং রচনা ব্যানার্জী (Rachna Banerjee)। আশি থেকে নব্বইয়ের দশকের এই সেরা জুটি একসাথে জুটি বেঁধে একসময়  উপহার দিয়েছে একের পর এক সুপারহিট সিনেমা।

একসাথে অভিনয় করেছেন কম করে ৩৫টা সিনেমায়। যদিও এখন আর বড় পর্দায় দেখা যায় না রচনাকে। এখন জি বাংলার জনপ্রিয় গেম শো এর দৌলতে গোটা বাংলার ‘দিদি নাম্বার ১’ (Didi No1) হয়ে উঠেছেন তিনি। তবে এই বয়সেই একের পর এক সিনেমা করে চলেছেন প্রসেনজিৎ।

বাংলা সিনেমা,Bengali Cinema,এভারগ্রিন জুটি,Evergreen Jodi,প্রসেনজিৎ চট্টোপাধ্যায়,Prosenjit Chatterjee,রচনা ব্যানার্জী,Rachna Banerjee,ভাইরাল,Viral,রীল ভিডিও,Reel Video

তবে বহুদিন হল প্রসেনজিৎ-রচনার এই এভারগ্রিন জুটিকে দেখা যায় না বড়পর্দায়। তবে বহুদিন পর রবিবাসরীয় ছুটির দিনে সোশ্যাল মিডিয়ায় একই ফ্রেমে ধরা দিয়েছিলেন নবইয়ের দশকের এই জনপ্রিয় জুটি। তবে না কোনো সিনেমায় নয়।

বাংলা সিনেমা,Bengali Cinema,এভারগ্রিন জুটি,Evergreen Jodi,প্রসেনজিৎ চট্টোপাধ্যায়,Prosenjit Chatterjee,রচনা ব্যানার্জী,Rachna Banerjee,ভাইরাল,Viral,রীল ভিডিও,Reel Video

সম্প্রতি সোশ্যাল মিডিয়া নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বেশ কিছু ছবি আর একটি রীল ভিডিও শেয়ার করেছিলেন রচনা। যা মুহূর্তের মধ্যে ব্যাপক ভাইরাল হয়েছে। এদিনের এই ভিডিওতে দেখা যাচ্ছে রচনার পরনে রয়েছে অফ হোয়াইট জমির ওপর রঙিন ফুল ছাপা কাঁথা স্টিচের একটি শাড়ি। আর প্রিয় নায়কের সাথে পোজ দিতেই খুশিতে ঝলমল করছিল রচনার চোখমুখ।

আর তাঁর সাথেই রং মিলিয়েই এদিন দারুন সুন্দর একটি পাঞ্জাবিতে ধরা দিয়েছিলেন সকলের প্রিয় প্রসেনজিৎ। আসলে রচনার পরে যে শাড়িটি ছিল সেটি ওনার নিজস্ব বুটিকের তৈরী। তবে বহুদিন পর প্রিয় জুটিকে এক ফ্রেমে দেখে বেজায় খুশি হয়েছিলেন অনুরাগীরা। অভিনেত্রীর পোস্টের কমেন্ট সেকশনে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন সকলেই।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥